ব্যাংক একাউন্ট নিরাপদ রাখার অনেক গুলো উপায় রয়েছে । আমরা আজ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো । যেগুলো মেনে চললে আপনার ব্যাংক একাউন্ট শতভাগ নিরাপদ থাকবে । তাই আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা নিরাপদে রেখে মানসিক ভাবে ভালো থাকতে চান, তাহলে আমাদের এই টিপস গুলো সব গুলো পড়ে দেখুন এবং মেনে চলুন । তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
১। ব্যাংক ডিটেইলস শেয়ার না করাঃ
আপনার ব্যাংক একাউন্টের নাম, নাম্বার অথবা অন্য যেকোন তথ্য কারো সাথে কখনই শেয়ার করবেন না । এমনকি নিজের কাছে মানুষদের কাছেও না । কারণ অনেকেই সামান্য ব্যাপারে হয়তো আপনার একাউন্ট এর তথ্য নিয়ে খারাফ কাজ করতে পারে । তাই এক কাজ টি করা যাবে না ।
২। নিয়মিত এপ আপডেটঃ
বর্তমানে প্রায় সব ব্যাংক কোম্পানির তাদের নিজস্ব এপ আছে । আর এই গুলো তারা সিকিউরিটি বাড়ানোর জন্য নিয়মিত আপডেট করে থাকেন । তারা যখনই প্লে স্টোর থেকে এপ আপডেট দিবে তখনই আপনাকেও এটা আপডেট করে নিতে হবে । এতে করে নতুন এড করা সিকিউরিটি সুবিধা আপনি পেয়ে যাবেন । আর অনেক দিন পর্যন্ত যদি এপ আপডেট না করেন, তাহলে সিকিউরিটি দুর্বল হয়ে যাবে এবং হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যাবে ।
৩। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনঃ
আপনার ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড যদি গত ৩-৪ মাস পরিবর্তন করা না হয়ে থাকে, তাহলে এখনি তা পরিবর্তন করে ফেলুন । আর একটা কথা মনে রাখবেন, আপনার দেয়া পাসওয়ার্ড হতে হবে অনেক বেশী জটিল এবং আনকমন । যে রকম পাসওয়ার্ড সচরাচর কেউ ইউজ করে না বা কেউ চাইলেও মনে রাখতে পারবে না এমন একটি পাসওয়ার্ড দিতে হবে । অবশ্যই তা কমপক্ষে ১০-২০ শব্দের মধ্যে হতে হবে ।
৪। অপরিচিত কোন লিংক বা নাম্বারঃ
আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইলের ইনবক্সে কিছু লিংক আসে এবং সেগুলো তে ক্লিক করতে বলে । এই ধরণের কোন লিংক আসলে সেগুলো এড়িয়ে যেতে হবে এবং সাথে সাথে ডিলিট করে দিতে হবে । এগুলো এক ধরণের পিসিং সাইট । এগুলো তে প্রবেশ করলে, হ্যাকার আপনার তথ্য খুব সহজেই পেয়ে যাবে । এবং মাঝে মাঝে কিছু অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে । এই কল গুলোও এড়িয়ে যেতে হবে । এবং এগুলো যদি বেশী ডিস্টার্ব করে তাহলে ব্লক করে দিতে হবে ।
শেষ কথা :
প্রিয় পাঠক, আপনি যদি উপরের টিপস গুলো সঠিক ভাবে মেনে চলতে পারেন । তাহলে আশা করা যায় আপনার ব্যাংক একাউন্ট কোন দিন হ্যাক বা চুরি হবে না । আমাদের এই লেখা থেকে যদি সামান্যতম উপকৃত হন তাহলে অন্যদের সাথে আমাদের এই লেখা টি শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।