ইসলামিক উক্তি

এখানে খুব সুন্দর ইসলামিক উক্তি ও বানী দেয়া হয়েছে আপনাদের জন্য । এখানে দেয়া এই ইসলামিক উক্তি গুলো বাছাই করা এবং সেরা উক্তি গুলো । অনেক গুলো উক্তি দেয়ার চেয়ে বাছাই করা সেরা উক্তি গুলো দেয়া অনেক ভালো মনে হয়েছে । তাই এখানে আমরা এই উক্তি গুলো দিয়েছি । উক্তি গুলো সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে সঠিক ইসলাম বুঝতে সাহায্য করবেন । চলুন তাহলে শুরু করি ।

ইসলামিক উক্তি :

১। “দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী রাঃ

২। “মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।”
— কাজী নজরুল ইসলাম

৩। “নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।”
— হযরত আলী রাঃ

৪। “যত দুরবস্থায় পতিত হও না কেনো, আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করো না।”
— হযরত ওসমান রাঃ

৫। “অতিরিক্ত বিনয় মোনাফেকির আলামত।”
— হযরত ওসমান রা:

৬। “তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

৭। “আখেরাতের চিন্তা বাদ দিয়ে যত কিছুই করা হোক তার সবটুকুই দুনিয়াদারী।”
— হযরত ওসমান রাঃ

৮। “অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা।”
— হযরত মোহাম্মদ সঃ

ইসলামিক উক্তি

৯। “যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য্য ধরবে। ধৈর্য্যের চাবি সুখের দরজা খুলে দেয়।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

১০। “আমরা কখনোই এতোটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমদের গুরুত্বের উপর নির্ভর করে।”
— ড. বিলাল ফিলিপস

১১। “যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট।”
— হযরত মোহাম্মদ সঃ

১২। “মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা।”
— হযরত ওসমান রাঃ

১৩। “তুমি মুমিন হবে তখন , যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, আর মন্দ কাজ দেবে মনোকষ্ট।”
— হযরত মোহাম্মদ সঃ

RELATED POST  Justin Timberlake Arrested on Long Island

১৪। “গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

১৫। “কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়।”
— হযরত মোহাম্মদ সঃ

১৬। “পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।”
— হযরত আলী রাঃ

১৭। “জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশী বিপদজনক।”
— হযরত ওসমান রাঃ

১৮। “একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয়। তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।”
— ড. বিলাল ফিলিপস

১৯। “প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

২০। “যে পূত পবিত্র থাকতে চায় , আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।”
— হযরত মোহাম্মদ সঃ

Read more:>>> ইসলামিক স্ট্যাটাস

২১। “মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় ।”
— হযরত আলী রাঃ

২২। “জান্নাতে যাওয়ার পর ক্রন্দন করা যেমন অকল্পনীয় ব্যাপার হবে, তেমনি দুনিয়ার জীবনে হাসিউল্লাসও যে কোন বুদ্ধিমান ব্যক্তির পক্ষে অচিন্তনীয় ব্যাপার।”
— হযরত ওসমান রাঃ

২৩। “আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেই যেকোন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন।”
— ড. বিলাল ফিলিপস

২৪। “শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

২৫। “অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।”
— হযরত মোহাম্মদ সঃ

২৬। “সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হলো সেই যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম।”
— হযরত আলী রাঃ

২৭। “আল্লাহ পাক থেকে যা কিছু আসে তা হৃষ্টচিত্তে মেনে নিতে পারলে দুনিয়াই তার জন্য জান্নাত হয়ে যায়।”
— হযরত ওসমান রাঃ

২৮। “আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় আপনি উপস্থিত থাকতে পারা। কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ্ হলো সর্বোত্তম শ্রবণকারী।”
— ড. বিলাল ফিলিপস

RELATED POST  এইচএসসি পরীক্ষা ২০২৫ এর সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড - HSC 2025

২৯। “তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

৩০। “যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে , তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা।”
— হযরত মোহাম্মদ সঃ

ইসলামিক বানী :

নিচে আরো কিছু ইসলামিক উক্তি দেয়া হয়েছে :

১। “প্রকৃত দ্বীনদারী পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব।”
— হযরত আলী রাঃ

২। “বান্দা যে পর্যন্ত ভোগ এবং ধনাঢ্যতা থেকে সম্পুর্ন নিস্পৃহতা এবং অতি সাধারন জীবন যাপনের প্রতি পুর্ন আকর্ষন অনুভব করতে না শিখে, সে পর্যন্ত ঈমানের গভীর তাৎপর্য আত্নস্হ করতে সক্ষম হয় না।”
— হযরত ওসমান রাঃ

৩। “সফল লোকদের ঠোটে যে দুটি জিনিস সবসময়ই থাকে তা হলো- হাসি ও নীরবতা। কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়, আবার একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয়। “
— ড. বিলাল ফিলিপস

৪। “কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।”
— মাওলানা জালাল উদ্দিন রুমি

৫। “বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে ।”
— হযরত লোকমান (আ:)

৬। “যে পরিশুদ্ধ হয়না , তার সালাত হয়না।”
— হযরত মোহাম্মদ সঃ

৭। “কারো সাথে বাক্যলাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করোনা।”
— হযরত আলী রাঃ

৮। “মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না।”
— হযরত ওসমান রাঃ

৯। “আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাবো না।”
ড. বিলাল ফিলিপস

১০। “অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর ।”
— হযরত ওসমান রাঃ

১১। “যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় , আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়।”
— হযরত মোহাম্মদ সঃ

১২। “কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে।”
— হযরত আলী রাঃ

১৩। “কটুভাষী ব্যক্তি তিন প্রকার লোক কে আহত করে। প্রথমত নিজ আত্বা কে, দ্বিতীয়ত যার প্রতি মন্দ কথা বর্ষীত হয় তাকে, এবং তৃতীয়ত যে তা শুনে তাকে।”
— হযরত ওসমান রাঃ

RELATED POST  গভীর প্রেমের কথা

১৪। “যেখানে আল্লাহ্ তা’আলা থামিয়ে দিয়েছেন সেখানে কারো প্রশ্ন থাকা উচিত নয়। আর এটাই আনুগত্য।”
— ড. বিলাল ফিলিপস

১৫। “শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে ।”
— হযরত লোকমান (আ:)

১৬। “তোমাদের কেউ মুমিন হবেনা , যতোক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে , তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে ।”
— হযরত মোহাম্মদ সঃ

১৭। “বন্ধুত্ব করার মত কোন যোগ্যলোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না।”
— হযরত আলী রাঃ

১৮। “ইবাদত একটি ব্যবসার মত।এর দোকান হলো নির্জনতা,পুজি হলো তাকওয়া,লাভ্যাংশ হল জান্নাত।”
— হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)

১৯। “আল্লাহর দ্বীন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রমাণ হবে।”
— ড. বিলাল ফিলিপস

২০। “মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে ।”
— হযরত লোকমান (আ:)

২১। “মন্দ লোকের সাহচর্য থেকে একাকিত্ব এবং একাকিত্বের চেয়ে সত লোকে সাহচর্য উত্তম।”
— হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)

২২। “সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে।”
— ড. বিলাল ফিলিপস

২৩। “আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে ।”
— হযরত লোকমান (আ:)

২৪। “অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয়। শুদ্ধ জ্ঞানই আমলের পুর্ব শর্ত।”
— হযরত আলী রাঃ

২৫। “পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের।”
— হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)

২৬। “কি চমৎকার একটি সম্পর্ক- আমরা আল্লাহ্ তা’আলা কে স্মরণ করলে তিনিও আমাদের স্মরণ করেন।”
— ড. বিলাল ফিলিপস

২৭। “কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে ।”
— হযরত লোকমান (আ:)

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এখানের এই ইসলামিক উক্তি গুলো ? আশাকরি এগুলো নিজেরা পড়বেন এবং সবার সাথে শেয়ার করবেন । সবার মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করবেন । ধন্যবাদ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top