দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস

আজকে আমরা অনেক গুলো দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস ও ক্যাপশন পড়বো এখানে । আমাদের এই স্ট্যাটাস গুলো পড়ে অনেক ভালো লাগবে আশাকরি । কারণ আমরা এখানে যে লেখা গুলো দিয়েছি সেগুলো আমরা অনেক কষ্ট করে নিজেরাই লিখেছি এবং সুন্দর করে সাজিয়ে অর্থবহ করে লিখেছি । শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই কষ্ট এবং আমাদের এত আয়োজন ।

দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস :

১. কেউ দূর থেকে ভালোবেসে ডুকরে কাঁদে। সে পায় না কোনো ভালোবাসা, না পায় কোন করুনা।

২. আমি যে দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম। পলকে পলকে তুমি যোজন যোজন দূরত্বে চলে গেছো।

৩. ভালোবাসা নাকি মিলনের মলিন হয় আর দূরত্বে উজ্জ্বল। তাই আমি কাউকে দূর থেকেই ভালবাসি।

৪. যেহেতু দূর থেকেই তোমাকে ভালবেসেছি। তাই দুচোখ ভরতি সমুদ্র আমার নিত্য সঙ্গী।

৫. দূরত্ব নাকি ভালোবাসার সম্পর্ক গুলোতে গুরুত্ব বয়ে আনে। তাই আমি আমার আপনজনদেরকে দূর থেকে ভালবাসি।

৬. সামনা সামনি প্রকাশিত ভালোবাসা বরাবরই দুর্বল হয়ে পড়ে। তাই আমি তোমাকে দূর থেকে ভালবাসে শক্তিধর ভালোবাসা প্রকাশ করব।

৭. তোমাকে দূর থেকে ভালোবাসি বলে আমাকে কাপুরুষ ভেবো না। আমি যে মহাপুরুষ হবার জন্য সংকল্প করেছি।

৮. অতএব দূর থেকে ভালোবাসা ভর্তি করে এক হৃদয় জাহাজ তোমার জন্য উপহার পাঠাবো। তুমি চাইলেও ফিরিয়ে দিতে পারবে না।

৯. আমি হয়তো দূর থেকে ভালবাসি বলেই তোমার করুনার ও যোগ্য নই। হায়রে হৃদয়াঙ্গিনী ভালোবাসার মর্ম না বোঝ অন্তত মানুষটাকে তো খুঁজে নাও।

১০. কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও এক অসাধারণ সৌন্দর্য আছে। যেখানে কামনার স্থান অতি ক্ষীণ কিন্তু হৃদয়ের স্থান অনেক উর্ধ্বে।

১১. দুটি মনের মধ্যে যদি দূরত্ব চলে আসে তাহলে ভালোবাসার স্তর কমতে থাকে। তাই দূর থেকে ভালোবাসার নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।

RELATED POST  রোমান্টিক বাংলা গানের লিরিক্স

Read more:>>> ভালো বাংলা ক্যাপশন

দূর থেকে ভালোবাসার ক্যাপশন :

১. মাঝে মাঝে ক্ষুদ্র দুরত্ব সম্পর্ক গুলোকে আরো ঘনিষ্ঠ করে তোলে। তাই হয়তো দূর থেকে ভালবাসার মধ্যেও এক ধরনের আকর্ষন অনুভূত হয়।

২. দূর থেকে ভালোবাসার কোন গন্তব্য নেই, চাওয়া নেই, পাওয়ারও কোন আশা নেই। শুধু ভালবাসার বিশালতার অস্তিত্ব আছে।

৩. ভালোবেসে এত টা কাছে আসার পর ও বিচ্ছেদ ই যদি হয় শেষ পরিণতি। তাহলে দূর থেকে ভালোবাসাটাই শ্রেয়।

৪. কেউ যদি বলে সে কাউকে দূর থেকে ভালোবাসে। তাহলে বুঝিনি সে তার হৃদয় এক দীর্ঘ কষ্ট চেপে রেখেছে।

৫. কাউকে দূর থেকে ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা। যেখানে প্রত্যাশা কম অথচ এক তরফা অধিকার বেশি থাকে।

৬. দূর থেকে ভালবাসার বিষয়টা বরাবরই খুব সংগোপনে সংঘটিত হয়। যে ভালোবাসে, সে অজানায় থেকে যায়।

৭. দূর থেকে ভালোবাসায় একাই খুশি হওয়া এবং একাই মন খারাপের সাক্ষী হতে হয়। যেখানে দ্বিতীয় ব্যক্তির কোন স্থান থাকে না।

৮. দূর থেকে ভালবাসার ব্যাপারটা সূর্যমুখীর মতোই একমুখী। একজন মানুষ তার প্রিয়জনের কাছে শুধু ভালোবাসার হাহাকার নিয়ে তাকিয়ে থাকে।

৯. আমি মনে করি যে থেকে ভালোবাসাটা এক ধরনের পাগলামি। মানুষটা হয়তো জানতেও পারেনা কেউ একজন তাকে অসীমভাবে ভালোবাসে।

১০. কতোটা মুহূর্ত কতগুলো দিন আমি তোমাকে দূর থেকে ভালবেসে গেছি। কখনো কি আমাকে কাছে ডাকবে, জানতে চাইবে না? কিভাবে আমার এই দিনগুলো কেটেছে?

১১. অথচ তোমাকে দূর থেকে ভালোবাসার দায় শুধু আমারই ছিল। তোমাকে আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত করে দিয়েছি।

আরো পড়ুন :>>> বাংলা স্ট্যাটাস বাস্তবতা

আমাদের কিছু কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস ও ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে । আমরা এখানে দূর থেকে ভালোবাসা নিয়ে কিছু কথা লিখেছি । আসলে ভালোবাসা সত্যি হলে দূরত্ব কোন ব্যাপার না । দুরত্তের কারণে যে ভালোবাসা কমে যায়, সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয় । যাহোক সবাই ভালো থাকবেন । আমাদের সাইটের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

RELATED POST  কবিতার লাইন ক্যাপশন ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top