ভালো বাংলা ক্যাপশন

ভালো কিছু বাংলা ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । অনলাইনে অনেক ক্যাপশন পাওয়া যায়, তবে সেগুলো অনেকের কাছে তেমন ভালো লাগে না । তাই আমরা এখানে অনেক গুলো ভালো ক্যাপশন দিয়েছি আপনাদের জন্য । আপনি বা আপনারা ঠিক যেমন তা খুঁজছেন, এখানে ঠিক তেমনটাই পাবেন আশাকরি । তো আসুন তাহলে শুরু করা যাক ।

ভালো বাংলা ক্যাপশন :

১. তুমি যদি আমার প্রেমিকা হতে চাও।
তাহলে একশত কবিতার খাতা পড়ার জন্য প্রস্তুতি নিও।

২. যেখানে মেনে নিলেই শান্তি আর মনে ধরলেই শান্তি সৃষ্টি হয়। সেখানে আমি নিরপেক্ষতা বজায় রাখি।

৩. সুযোগ এসেছে এবার শেষবার আকাশ দেখবার।
ক্লান্ত শ্রান্ত জীর্ণ দেহ তবু হৃদয় বুঝি ছারখার।

৪. প্রেম হচ্ছে পৃথিবীর সবথেকে আদিম এবং অভূতপূর্ব সম্পর্ক। আর এই আদিমতায় মেতে ওঠা অদম্য দুজন মানুষই হচ্ছে প্রেমিক এবং প্রেমিকা।ভালো বাংলা ক্যাপশন

৫. তুমি আমাকে দখল করার কৌশল শিখিয়েছিলে। অথচ আজ তুমি নিজেকেই মুক্ত করে ছাড়িয়ে নিয়ে গেলে।

৬. আমার হৃদয়ের ভেতরে জাকিয়ে বসেছো তুমি। এ কেমন শিকড়সুলভ আচরণ তোমার?

৭. কোনো এক পরিমিত মাত্রায় সুখী হতে চাইলে পর্যাপ্ত পরিমাণে দুঃখ সয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। দুঃখ বিনা সুখ লাভ হয় মহিতে?

৮. আমরা আসলে খুব চালাক হয়ে উঠেছি। নির্মল আনন্দ পাওয়ার জন্য ই হয়তো কারো হৃদয় ভাঙ্গার খেলায় মেতে উঠি।

৯. উচ্চাকাঙ্ক্ষী বৃক্ষ তারকার স্পর্শ পেতে চায়। অথচ প্রানমৃত্তিকা ভূমি তার নিতান্তই কাছে ছিল।

১০. প্রতিটি মানুষের অভ্যন্তরেই সম্ভাবনাময় বৈশিষ্ট্য থাকে। শুধু প্রস্ফুটিত হবার মতো সুযোগ সবাই পায় না।

১১. আমাদের একটু অবদান ই পারে সম্পর্কগুলোকে সুন্দর রাখতে। একটু সমর্থন ভালোবাসা আর মায়া দিয়ে নিজের অবদান নিশ্চিত করুন।

১২. এক মুঠো আনন্দ কেন দুর্মূল্য এই পৃথিবীতে? হয়তো সুন্দর অসুন্দরের পার্থক্য ভুলে যাচ্ছে সবাই।

RELATED POST  চা নিয়ে ক্যাপশন

১৩. জীবনে চলার পথে আর পথের বাঁকে আপন পর সবাই ই আপনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। আপনি চাইলেও সবার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারবেন না।

১৪. কতশত ভুল পেরিয়ে তোমাকে পেয়েছিলাম। অথচ কত অবহেলায় তুমি আমাকে হারিয়ে দিলে।

১৫. কোন এক ফুলঝুরি কথা সাজিয়ে তোমার জন্য নিবেদন করব। তুমি কোনভাবেই নীরবতা পালন করতে পারো না।

Read more:>>> কষ্টের স্ট্যাটাস

নতুন ক্যাপশন বাংলা :

১. আমি স্বপ্ন দেখতে ভালবাসি। কারণ জেগে উঠলেই এই কঠিন পৃথিবী আমাকে বাস্তবতা মনে করিয়ে দেয়।

২. সমস্ত মান অভিমানের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আমার কাছে ছুটে এসো। আমার সমস্ত ভালবাসার চাদরে তোমাকে ঢেকে নেবো।

৩. শুধু নিজের স্বার্থে নিষ্ফল ক্রন্দন বরাবরই উদ্দেশ্যহীন। কারণ আমরা শুধু একার জন্য বাঁচি না।

৪. যে ভালোবাসার মুকুট কান্না দিয়ে গাথা। সে মুকুটকে প্রেমময় বৃষ্টি পালক দিয়ে জয় করে নিতে হয়।

৫. হৃদয়ে বেদখল হয়ে যাওয়ার ভয়ে হয়তো আমি আজ পর্যন্ত কারো প্রেমে পড়িনি। কিন্তু যখন সত্যিই কারো প্রেমে পড়বো তখন পুরো প্রকৃতিক সাক্ষী হয়ে থাকবে।ইউনিক ক্যাপশন বাংলা

৬. ভালোবাসার অগ্নিবান হৃদয়কে ছেদ করে চলে গেছে।‌ তাই হয়তো প্রিয়তমার দেয়া দুঃখগুলো ও দাগ কাটে না।

৭. শত্রু মিত্র দৈন্যতা যেন নিত্যদিনের প্রহরী। সম্পর্কগুলোকে সামনে এগিয়ে যেতে দেয় না।

৮. মাঝে মাঝে আমি ও মুখ বন্ধ করে সবটা মেনে নিই।‌ তার মানে এই নয় যে আমি পরাজিত, বরং আমি পরিণত হয়ে উঠছি।

৯. মনে করো তুমি আমি হয়তো নির্জনে বসে আছি। যে রাত নিরবতায় নেমে এসেছে তাকে মুগ্ধ কথায় সিক্ত করে দিই।

১০. দুনিয়া থাক দুনিয়াতে আমি বেঁচে থাকি আমাতে। খুব বেশি আফসোস করা নিজের সমস্যাগুলোকে আর প্রশ্রয় দিতে চাই না।

১১. প্রতিদিন পার করে আমি একটা জিনিস বুঝেছি যে, অভিনয় করাটা আমার নিত্যদিনের পেশা হয়ে গেছে।

RELATED POST  আপনার ফেসবুক একাউন্ট কিভাবে নিরাপদ রাখবেন

১২. আমি হয়তো অমূল্য এখনো কারো কাছে বিক্রি হতে পারি নি। দেখো আর যন্ত্রণার ছোঁয়ায় আমি যেন খাঁটি রত্ন হয়ে উঠছি।

১৩. সময় বদলে যায় কিন্তু কিছু অনুভূতি কখনোই বদলায় না। তোমার প্রতি আমার ভালোবাসাটাও একইরকম রয়ে গেছে।

১৪. মাঝে মাঝে তোমাকে দেখে আমার ঈর্ষা হয়। কারণ শত আঘাত করার পরেও তোমার ভিতরে কোন অনুশোচনা বোধ কাজ করে না।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই ভালো বাংলা ক্যাপশন গুলো কেমন লাগলো আপনাদের কাছে, তা নিচে কমেন্ট করে জানাবেন । আমাদের এই লিখা গুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সাইট সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন । আমরা চেষ্টা করবো আরো অনেক সুন্দর সুন্দর লেখা আপনাদের উপহার দিতে ।

1 thought on “ভালো বাংলা ক্যাপশন”

  1. Pingback: দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top