ইউনিক ক্যাপশন বাংলা

এখানে একদম নতুন এবং অনেক ইউনিক ক্যাপশন বাংলা দেয়া হয়েছে । আমরা এই ক্যাপশন গুলো শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি । এই লেখা গুলো একেবারেই ইউনিক । এগুলো অন্য কোথাও পাবেন না । কারণ এগুলো একান্ত আমাদের নিজেদের লেখা । আসুন তাহলে ক্যাপশন গুলো পড়া যাক ।

ইউনিক ক্যাপশন বাংলা :

১। একটা চরম সত্য কথা হচ্ছে ভালোবাসলে অনেক কষ্ট পেতে হয়, তবুও আমরা ভালোবাসার জন্য কত কিছু ত্যাগ করি ।

২। জীবন এমন কিছু সময় আসে, যখন নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে । অন্যদের কথা বাদই দিলাম ।

৩। আপনি মানুষকে যত কিছুই দিবেন, কাউকে পুরোপুরি খুশী করতে পারবেন না । কারণ মানুষের চাহিদার কোন শেষ থাকে না ।

৪। ভালো থাকতে হলে অন্যকে কি বলছে কি ভাবছে, এসব বাদ দিতে হবে এবং নিজের ভালো লাগার কাজ গুলো করে যেতে হবে ।

৫। কখনই কারো উপর নির্ভর করে চলা উচিৎ নয়, কারণ এতে করে একদিন আপনার মূল্য সবার কাছে মাটিতে নেমে যাবে ।

৬। মানুষ ভালো থাকতে চায়, অথচ ভালো থাকার জন্য কাজ করে না । গাছ না রোপণ করলে ফল আসবে কিভাবে ।

৭। আপনি যাকে বেশী মূল্য দিবেন, তার কাছে আপনি আপনার মূল্য হারাবেন, আর যে আপনাকে মূল্য দিবে সে হারাবে আপনাকে ।ইউনিক ক্যাপশন বাংলা

৮। মানুষের সাথে এমন ভাবে চলা উচিৎ যেন তারা কেউ জানতে না পারে আপনি কি ধনী নাকি গরীব ।

৯। আপনি যদি সফল হন মানুষ আপনাকে হিংসা করবে, আর আপনি যদি গরীব হন, তাহলে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে ।

১০। হারাতে হারাতে এখন আর হারানোর কিছুই নাই, তারপরও তারা আমায় হারানোর ভয় দেখায় ।

১১। কপালের কোন দোষ নেই, আমার অতিরিক্ত আশা গুলোই আমার ভালো না থাকার কারণ ।

RELATED POST  ছেলেদের কষ্টের স্ট্যাটাস: হৃদয়স্পর্শী বাংলা পোস্ট

১২। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও তোমার ফেরা আর না হোক ।

১৩। গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক তবুও কোন ভুল মানুষ জীবনে না আসুন ।

১৪। আমি নিজেকে লুকিয়ে দেখেছি, এই শহরে আমায় খোজার মত কোন লোক নেই ।

১৫। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার কোন মূল্য থাকে না, তাইতো ভালোবাসা গুলো কষ্টের হয় ।

১৬। যদি কেউ আপনাকে অপমান করে, তাহলে তার থেকে দূরে সরে যান, না হলে আপনার জীবনে অপমানের মধ্যে ডুবে যাবে ।

১৭। যা আপনাকে বুঝবে না, তাকে বোঝাতে যাবেন না, যে আপনাকে বুঝতে তাকে বোঝাতে হবে না ।

১৮। মানুষ সবচেয়ে বেশী কষ্ট পায় তার আপন মানুষ গুলো থেকে, কারণ দূরের কেউ তার দুর্বল যায়গায় যেতে পারে না ।

১৯। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ আপনাকে চাইবে না, যাকে আপনি কিছু দিতে পারবেন, কেবল সেই আপনাকে চাইবে ।

২০। মানুষ যখন খুব কষ্ট পায়, তখন কাঁদে । কিন্তু মানুষ যখন কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে নিঃশেষ হয়ে যায়, তখন সে নিরব হয়ে যায় ।

২১। সবাই একা থাকতে পারে না, কেবল তারাই একা থাকতে পারে, যারা জীবনে কাউকেই দুঃখের সময় পাশে নি ।

২২। মস্তিষ্কে এত এত কথা কিন্তু আমি প্রকাশ করতে পারি না ।

২৩। মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন সে খুবই একা হয়ে যায়, পাশে থাকার মত কেউ থাকে না ।

২৪। কিছু কিছু মানুষ আমাদের ভালোবাসে না, তবে অসম্ভব রকমের এক মায়ার মধ্যে ফেলে দেয় ।

২৫। মানুষ নিজের চাকরি, পদ-পদবি, অরথ-সম্পদ, বাড়ী-গাড়ী নিয়ে এত অহংকার করতে, অথচ সে একাই কবরে চলে যায় ।

Bangla unique caption:

নিচে আরো অনেক গুলো নতুন ইউনিক ক্যাপশন বাংলা পাবেনঃ

RELATED POST  How to get a trusted good friend

১। সে জীবনের কোন মুল্যই নেই, যে জীবনে কোন ভালো কাজ নেই ।

২। ভালোবাসার চেয়ে মায়ার শক্তি বেশী, মানুষ ভালোবাসা এড়িয়ে যেতে পারলেও মায়া এড়িয়ে যেতে পারে না ।

৩। অভিমান আর ভালোবাসা একে অন্যের সাথে জড়িত, মানুষ যাকে খুব বেশী ভালোবাসে তার সাথেই কেবল অভিমান করে ।

৪। যদি কেউ অনুস্পস্থিতিতে আপনাকে খুব মিস করে, তাহলে তাকে ভালোবাসুন, তাকে হারিয়ে যেতে দেবেন না ।

৫। এই পৃথিবীতে সবচেয়ে কঠিক ব্যাপার হচ্ছে মানুষের মন, প্রচণ্ড রকমের ভালোবাসার মানুষ টাও একদিন অবহেলা শুরু করে ।

আরো পড়ুনঃ>>> একাকিত্ব নিয়ে ক্যাপশন

৬। আপনি সবাইকে যতি দিবেন, তারা সবই নেবে, কিন্তু আপনি যখন কিছু নিতে যাবেন, তখন বাঁধবে আসল বিপত্তি ।

৭। কারো প্রতি কোন অভিযোগ নেই, তবুও প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হত ।

৮। কারো সাথে এমন আচরণ করবেন না, যেন যে নিরবে তা ভেবে কাঁদে, মনে রাখবেন, সে কিছু না করলেও প্রকৃতি কখনই ছেড়ে দেবে না ।

৯। ভালোবাসার মানে সবাই বোঝে না, বেশীর ভাগ মানুষই আবেগ কেই ভালোবাসা বলে ধরে নেয় ।

১০। জীবনকে উপভোগ করতে হলে, একা পথ চলা শিখুন । কারণ সবাই পাশে থাকবে বলে, আসলে কেউই থাকে না ।

১১। আপনি আপনার দায়িত্ব গুলো ঠিকঠাক পালন করুন, দেখবেন মানুষও আপনার প্রতি দায়িত্তবান হচ্ছে ।

১২। নিজে ভালো না হয়ে, অন্যকে খারাফ বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে ব্যাপার ।

১৩। মানুষ অন্যের গীবত করতে ভালোবাসে, অথচ সে নিজেকে নিষ্পাপ মনে করে ।

১৪। মনে রাখবেন আপনার জীবনে যত বেশী কষ্ট আসবে, আপনি তত বেশী শক্ত হবেন এবং জীবনকে আরো ভালো ভাবে বুঝতে পারবেন ।

RELATED POST  ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

১৫। কিছু মানুষের একটা নেশা হচ্ছে, সে সেখানেই বারে বারে যায়, যেখানে তার কোন মুল্যই নেই । অথচ যেখানে তার মূল্য আছে, সেখান টা সে চেনেই না ।

১৬। সারা পৃথিবীতেও এত রঙ নেই, যা মানুষের মনে আছে ।

১৭। যাকে আপন ভাবি সেই ধোকা দেয়, আসলে সবাই আমার সরলতার সুযোগের অপেক্ষায় থাকে ।

১৮। এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ গুলাই আমাদেরকে বেশী কষ্ট দেয় । কারণ তাদের কাছে আমরা সবসময় মূল্যহীন হয়ে থাকি ।

১৯। আপনি ভালো হলে সবাই আপনাকে ঠকাবে, আর আপনি খারাফ হলে সবাই আপনাকে ভয় করবে ।

২০। প্রিয় মানুষটিকে খুশী করতে অনেক সময় নিজের অনেক স্বপ্নকেও বিসর্জন দিতে হয় ।

২১। মনের মানুষ এর চেয়ে মনের মত মানুষ পাওয়া খুব বেশী জরুরী ।

২২। এই পৃথিবীর সব কিছুর রঙ বদলায়, ভালোবাসারও ঠিক তেমনি রঙ বদলায় । প্রচণ্ড প্রেমও একদিন মলিন হয়ে যায় ।

২৩। এই শহরে হাজারো মানুষ মনে পাহাড়সম কষ্ট মনে জমা নিয়ে প্রতিনিয়ত মুখে মিথ্যে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ।

২৪। কাউকে যদি তার যোগ্য সম্মান না দিতে পারেন, তাহলে তাকে আপন করবেন না, কারণ পরে সে না পারবে আপনাকে ছাড়তে না পারবে আপনাকে নিয়ে থাকতে ।

২৫। যদি কেউ আপনার সামনে অন্যের সমালোচনা করে, তাহলে সে অন্যের কাছেও আপনার সমালোচনা করে ।

শেষ কথা:

প্রিয় বন্ধুরা, আমাদের এই লেখায় আমরা আপনাদের জন্য যে ইউনিক ক্যাপশন বাংলা গুলো দিয়েছি, এগুলো আমরা নিজেরাই লিখেছি । অন্য কোন সাইট থেকে নেয়া হয়নি । তাই আশাকরি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে । এইরকম আরো অনেক ক্যাপশন আপনারা আমাদের সাইটে পাবেন । সময় পেলে নিচের লেখা গুলো দেখতে পারেন । ধন্যবাদ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top