ফেসবুক স্ট্যাটাস

এখানে অনেক গুলো সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন পাবেন । আপনি হয়তো এমন কিছু স্ট্যাটাস খুঁজছেন যেগুলো আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন । আমরা এখানে আপনার মনের মত কিছু স্ট্যাটাস দিয়েছি । আশাকরি এই স্ট্যাটাস গুলো সবার কাছে অনেক অনেক ভালো লাগবে । তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের লিখা ।ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

ফেসবুক স্ট্যাটাস :

বাঙ্গালী খুব পরিশ্রমী জাতি, একহাতে ভাত খায়, আর অন্য হাতে ফেসবুক চালায় ।

যারা ফেসবুকে পোস্ট কম করে, তাঁরা মনে করে তাঁরা মাস্টার্চ ইন ম্যাচিউরিটি ।

সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে use করে hang করে দিবে ।

মাথায় চুল থাকবে কি করে, যেখানে শ্যাম্পুর নামই অল ক্লিয়ার ।

টিভিতে হাসির কিছু দেখলে রিমোটে হাহা বাটন খুঁজি ।

জ্ঞান হলো জাঙ্গিয়ার মত, থাকাটা জরুরী, দেখানো টা নয় ।

আজকের বাছুর আগামী দিনের গাভী, আজকের প্রেমিকা আগামী দিনের ভাবী ।

Congratulations – আপনার Chat List – এর প্রথম ব্যাক্তি আপনার সাথে কুত কুত খেলবে ।

ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস :

ভালবাসলে নাকি কাদতে হয়, আমি মনে করি কান্নার মাঝেই ভালোবাসার প্রকাশ পায় ।

তুমি চোখের আড়াল হতে পারবে, কিন্তু মনের আড়াল হতে পারবে না ।

ভালবাসতে যেমন আগেগ থাকাটা জরুরী, তেমনি বিবেক থাকাটাও গুরুত্বপূর্ণ ।

যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা আর ফিরে পেতে চেও না, যা পাওনি তা কখনো তোমার ছিলো না ।

পাতায় পাতায় কাব্য গাঁথা, পাতায় লেখা গান । শিরায় শিরায় স্বপ্ন আমার, ভীষণ অভিমান ।

জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার । সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই আমার মন খুঁজে ।

তোমার বুকে নীলের আভা, তুমিই মেঘবতী । ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি ।

Read more:>>> কষ্টের স্ট্যাটাস

একাকিত্তের স্ট্যাটাস :

একলা ঘর জরাজীর্ণ হেডফোন আর একাকীত্ব । হ্যাঁ এইতো আমি বেশ ভালোই আছি ।

আমার ভালোবাসা তোমার কাছে ন্যাকামির আখ্যা পায়, আর একাকীত্ব এসে প্রতিবারই আমায় কাঁদায় ।

এই ঘরের স্তব্ধতা ঝিঝি পোকায় ভাঙে । আমি এ অভ্যাসের দাস হবো । এই ভাঙ্গা ঘরের চারটি দেয়াল , আজ তোদের গালেই চুমু খাবো ।

এই হেডফোন জড়ানো জীবনে পার্সনাল স্পেসের চাহিদা মেটাতে গিয়ে হৃদয়ের সবচেয়ে আপন মানুষটাই যেন বড্ড পর হয়ে গেছে ।

ফেসবুকে লাইক পাওয়ার চাহিদায় বেঁচে আছে শুধু শরীরের কারসাজি, মনটা পড়ে আছে অনেক দূরে কোন একলা নগরে, কেউ নেই ।

দূরে কোথাও যেন মনটা একবার কাছে আসার কথা ভেবেই আবার পিছু হটে । বেঁচে থাকি আমি , বাঁচে আমার একলা পৃথিবী ।

আবেগ প্রবণ, ঝড় তোলে নিছক একাকিত্তে । দোমড়ানো মন চোখে শ্রাবন । স্বপ্ন ছোঁয় শোকের গভিরত্তে ।

মাঝে মাঝে খুব কাছের সৃতি গুলো ঝাপসা হয় বটে কিন্তু মুছে যায় না । একটু চেষ্টা করলেই স্বচ্ছ হয়ে উঠে ।

অন্ধকার ঘরে বাস আমার, আলোকচ্ছটাও আসে না । একাকীত্বকে সঙ্গী করেছি, কেউ আমার সাথে মেশেনা ।

বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন :

বন্ধু একমাত্র সেই, যে আপনাকে সেই রুপেই দেখতে চায়, যেমনটা আপনি নিজে ।

আমার কাছে তাঁরা বন্ধু নয় বরং তাঁরা সব হৃদয়ের টুকরো ।

আমার শত্রুরা আমায় ভয় পায়, কারণ আমার যে সত্যিকারের বন্ধু আছে ।

বন্ধুরা তো এমনিতেই অমূল্য হয়, গলা জড়িয়ে ধরতেই যেন সব দুঃখ গুছে যায় ।

যদিও আমার নিজের বন্ধু অনেক কম আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো সব পরমানু বোম ।

মানুষ সম্পত্তি দেখে আমি সম্মান দেখি, মানুষ গন্তব্য দেখে, আমি সফর দেখি, মানুষ বন্ধু বানায়, আমি বন্ধুত্ব গড়ে তুলি ।

একজন সত্যিকারের বন্ধু কখনই তোমাকে বাধা দেবে না, যদি না তুমি ভুল পথে চলতে শুরু করো ।

যে সবার বন্ধু, সে আসলে কারোরই বন্ধু হয় না ।

ব্যবসার ভিত্তিতে বন্ধুত্ব আর বন্ধুত্তের ভিত্তিতে ব্যবসা, দুটো অনেক আলাদা হয়ে থাকে ।

ফাইজলামি স্ট্যাটাস :

সব স্বপ্ন মানুষকে শুধু বাঁচতে শেখায় না, কিছু স্বপ্ন সকালে উঠে গোসল করতেও শেখায় ।

স্ত্রী বোমি করলে সুখবর আর স্বামী বোমি করলেঃ- শালা আজকে আবার খেয়ে এসেছে ।

বিবাহিত বন্ধুরা বিয়ের কথা বোলে যখন ক্ষেপায়, ভেবে রাখছি বলবো, তোরা করছস এতেই হবে, প্যারা বাসা পর্যন্ত নিতে চাই না ।

RELATED POST  বাবা নিয়ে কিছু কথা

বিয়ে বাড়িতে সব থেকে বেশী কষ্ট পায় জামাই, কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে আর ভাবে, শালার এতদিন এইগুলা কই ছিলো ।

ব্রেকাপ এর পর মেয়ের মা: কিরে মা, তোর এখন আর এক্সট্রা ক্লাশ হয় না কেন ।

দোতলা বাসে উঠছিলাম, উপরে উঠে দেখি ড্রাইভার নাই, পরে ভয়ে দৌড়ে নেমে গেছি ।

ইমোশনাল ফেসবুক ক্যাপশন :

১. তুমি যখন কারো সাথে খারাপ আচরণ করবে, মনে রেখো তোমার জন্যও তখন কোথাও না কোথাও খারাপ ব্যবহার প্রস্তুত হচ্ছে।

২. তুমি বার বার শুধু চেহারায় মেকাপ করে গেলে, কিন্তু প্রকৃত কালো তো ছিলো তোমার অন্তর।

৩. আপনি যখন কোনোকিছু পেয়ে যাবেন তখন সেই পাওয়ার আনন্দ থাকবে মাত্র কিছুদিন। কিন্তু না পাওয়ার যে বেদনা, তা থেকে যাবে সারাজীবন।

৪. নিজের দুঃখকে মূল্যবান করে তুলেছি, এখন খুব হঠাৎ দুঃখ পাই আর সেই দুঃখ শুধু খুব কাছের মানুষগুলোই দেখতে পায়।ইমোশনাল ফেসবুক ক্যাপশন

৫. কিছু মানুষকে জীবনের এতো এতো কাছে নিয়ে গিয়েছি যে এখন প্রতিনিয়ত মনে হয় ওরা চলে গেলে আমি একবারে অচল।

৬. বিশ্বাস ভাঙাটা খুব বেশি জরুরি, আর যার বিশ্বাস যত ছোট বিষয়ে ভেঙে যায় সে তত ভাগ্যবান। যার বিশ্বাস দেরিতে ভাঙে তার ক্ষতি ও কষ্ট দুইই বেশি।

Read more:>>> জন্মদিনের শুভেচ্ছা

৭. কোনো মানুষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় তাকে ঠিকই ভুলিয়ে দেয়, কোনো মানুষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

৮. বড় হওয়ার পরে যে দুঃখগুলো পেয়েছি তা যদি ছোটবেলার পড়ার মতো হতো, হুটহাট ভুলে যেতাম, তাহলে কি ভালোই না হতো!

৯. কাউকে হারানোর পরে খুব বেশি দুঃখ করো না, কারণ তুমি যাকে হারিয়েছো সেও তোমার মতো একজন হারিয়েছে, যে তাকে হারিয়ে দুঃখিত।

ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস :

১০. কিছু মানুষ, কিছু সময় আর কখনোই ফিরবে না এই জানার পরেও গভীর আশা নিয়ে অপেক্ষায় থাকে কিছু মানুষ। কি জানি ওসবের নামই বোধহয় ভালোবাসা।

১১. ভালোবাসা প্রকাশ করার পরে জোর করতে যেয়ো না, জোর করে তুমি যা পাবে তা দয়া কিংবা করুণা। ভালোবাসা কিছুতেই নয়।

১২. কাউকে ছেড়ে থাকা অনেক বেশি কষ্টের কিন্তু তার চেয়েও অনেক বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও অবুঝের মতো তার জন্য অপেক্ষা করা।

১৩. এতো এতো অভিযোগ, অভিমান আমাকে নিয়ে সবকিছুকে একদিন শান্ত করে দেবো। নিঃশ্বাসই বরাদ্দ শেষ হবে। তবুও কি অভিযোগ থাকবে?

১৪. আমি ঠিক ততক্ষণ অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত তোমার হাতটা ফাঁকা ছিলো, যখনই তুমি অন্য কারো হাত ধরে নিছো, আমার অপেক্ষার সেই শেষ।

১৫. নিজের কষ্ট এখন আর কারো কাছে প্রকাশ করতে যাই না। কারণ এর আগে যতবারই প্রকাশ করতে গেছি হয় সরই কষ্ট আরো বেড়েছে নয়তো আশপাশের মানুষ মজা নিয়েছে।

১৬. যত্ন নিতে হলে নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন। কারণ দিনশেষে আপনি একা, কেউ থাকবে না আপনার পাশে। নিজের বন্ধু শুধু আপনি নিজে।

১৭. আমি যার পাতা ঝড়ার মরশুমে একটুখানি সাহায্যের হাত বাড়িয়েছিলাম, আমার শুষ্কতার দিনে সে ছিলো আমার চেয়ে অনেক অনেক দূরে।

১৮. নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাই না, তর্ক করতে যাই না, বিশ্বাস করতে যাই না। প্রমাণ, তর্ক, বিশ্বাস যা করার ছিলো তার সবটাই করে ফেলেছি। আর কিছু নেই প্রমাণের!

Read More:>>> বাবা নিয়ে কিছু কথা

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস :

১. আপনি যদি মনে করেন একটা কাজ আপনি পারবেন অথবা পারবেন না। এক্ষেত্রে দুই দিক থেকেই আপনি সঠিক। আপনি নিজের কাছ থেকে নিজের শিক্ষা নিতে পারবেন।

২. আপনি যখন খুব বেশি কমফোর্ট জোনে থাকবেন। তখন হঠাৎ করেই কিছু অপ্রিয় আঘাত আপনাকে চরম শিক্ষা দিয়ে যাবে। যেটা আপনার জীবনের জন্য খুবই মূল্যবান।

৩. ভুল মানুষের ওপর নিজের জোর খাটানো, কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সময় থাকতে নিজেকে পিছিয়ে নেয়া উচিত।

৪. মাঝে মাঝে বাচ্চাদের সাথে লুকোচুরি খেলবেন। তাদের কাছ থেকে নিষ্পাপ হওয়ার শিক্ষা নিতে পারবেন।

৫. জীবনের ছোট ছোট বিষয়গুলিকে এড়িয়ে যাওয়া। পরবর্তীতে আপনার জন্য বিশাল কোন ক্ষতির কারণ হতে পারে। ‌ তাই অতি ক্ষুদ্র বিষয়গুলিকেও নিজের নজরবন্দী করে রাখুন।শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

৬. একটা সময় এসে এই সমাজ আমাদেরকে শিখিয়ে দেয় যে, একা বেঁচে থাকা যায়। একা চলা যায়।

৭. প্রবাহিত নদীর মতই নিজের গতিপথকে সময়ের তালে মিলিয়ে দেওয়া উচিত। তাহলে অন্তত আফসোস থাকবে না।

RELATED POST  জিমেইল একাউন্ট খোলার উপায়

৮. এই পৃথিবীতে সেই মানুষগুলোই ভালো থাকুক। যারা অন্যের ভালো থাকাটাকে কেড়ে নিয়েছে।

৯. অন্যের কাছে নিজের জীবনের মানে খুঁজতে যাওয়া, অনেকটা অন্ধকারে বিড়াল খোঁজার মতো ই ব্যর্থ প্রচেষ্টা।

১০. একজন ব্যর্থ প্রেমিক আপনাকে ভাঙ্গা হৃদয় নিয়ে বাঁচতে শেখায়। অন্তত আপনি বুঝতে পারবেন, কারো হৃদয় ভাঙলে সে মরে যায় না।

শিক্ষামূলক ফেসবুক পোস্ট :

১. আপনার শূন্য পকেট, সব সত্যিকারের মানুষের চেহারা চিনতে সাহায্য করবে। এই শূন্য পকেট ই শিখিয়ে দিবে যে, বর্তমান সম্পর্ক গুলি অর্থের পাল্লায় পরিমাপ যোগ্য।

২. প্রেমিকার চোখের ভালোবাসা হারিয়ে গেলেও, একটা বই চির সবুজ থাকে। বইয়ের পৃষ্ঠায় লেখা অসংখ্য শব্দ আপনাকে আরো নিশ্চুপ হতে শেখাবে।

৩. আমাদের সবারই অনেক কিছুই শেখার থাকে জানার থাকে। বরং প্রকৃত মানুষ সেই হয়, যে কিনা নিজে শিখে অন্যকে জানায়।

৪. আমরা সবাই অপরিচিত মানুষের সাথে অনেক বেশি খোলামেলা আলোচনা করতে পছন্দ করি এবং পরিচিতদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখি।

৫. আমরা দুই বছর বয়সে কথা বলা শিখলেও, মনের ভাব আদান প্রদান করতে সারা জীবন সময় লেগে যায়।

৬. খুব সহজেই কাউকে প্রশ্নবিদ্ধ করার আগে অন্তত একবার তার অবস্থানে দাঁড়িয়ে নিজেকে দেখুন। অন্তত এটা শিখতে পারবেন যে, বলার চেয়ে সহ্য করা অনেক কঠিন।

৭. তোমাকে নিয়ে একটা মুহূর্ত কিভাবে বাস্তব হয় সেটা শিখতে চাই। জানতে চাই কি করে আমি তোমার এতটা প্রেমে পড়ে গেলাম।

৮. প্রেমিকা কে নিবিড় করে পেতে হলে অন্তত একটু গান করা শেখা উচিত। যাতে অল্প সময়ের মধ্যেই তার আরো কাছে যেতে পারেন।

৯. হয়তো একদিন নিঃশ্বাস নিতে কষ্ট হতে হতে ই পৃথিবীর মায়া সাঙ্গ হবে। তাই সময় থাকতে নিজেকে নিয়ে আগলে চলা শিখুন।

১০. ভালোবাসা হারাবার পর যদি আপনার হুঁশ ফিরে, তাহলে আপনি কখনো ভালোবাসতে শিখেন নি। ধারন করে কখনো ছেড়ে দেয়া যায় না।

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস :

১. আপনি হয়তো খুব করে কিছু চেয়েছিলেন। সে সময়ের পাওয়া। যেটা এক পশলা বৃষ্টি হতে পারতো, তা আজ এক সমুদ্র হয়ে ধরা দিলেও আপনাকে আর ছোঁয় না।

২. মানুষের প্রতি ততটাই আবেগ খরচ করুন যতটা আপনি তাদের কাছ থেকে পাওয়ার আশা রাখেন।

৩. কিভাবে বুঝবেন যে আপনি ম্যাচিওর হয়ে গেছেন! যখন দেখবেন মানুষের কৃত্রিমতা দেখে, আপনি আর আগের মত বিমোহিত হচ্ছেন না। ‌

৪. একটা সময় আসবে যখন আপনি আর কারো সাথে তর্কে জড়াতে চাইবেন না। কারণ যোগ্য মানুষকে যোগ্যতা দিয়ে হারিয়ে দিতে হয়, তর্ক দিয়ে নয়।

৫. স্রোতের বিপরীতে হেঁটে আসা একজন হতে চেয়েছিলাম। স্রোতের তীব্র ধাক্কার মত মানুষের কাছ থেকেও প্রচন্ড অপ্রত্যাশিত আচরণ পেয়েছি।স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

৬. প্রচন্ড বাস্তবমুখী মানুষটাও একসময় আবেগ নিয়ে স্বপ্ন দেখতো। একটু একটু করে নিজেকে ভেঙে পড়তে দেখে এখন সে আর স্বপ্ন দেখে না।

৭. আমরা সবাই ইদানিং রাতারাতি সুখী হতে চাই। অথচ দিনরাত পরিশ্রম করতে চাই না। বিনা পরিশ্রমে সুখী হওয়া, আর যুদ্ধ ছাড়া বিজয়ী হওয়া একই কথা।

৮. আমরা সবাই কোন না কোন খোলসের আবরণে লুকিয়ে থাকি। সময় এবং প্রয়োজন ভেদে সেই খোলস বা আবরণ পরিবর্তন করতে দ্বিধাবোধ করি না।

৯. একটা সময় ছিল যখন মানুষ জানতো যে, কিছু পাওয়ার বিনিময়ে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু এখন সবকিছু একতরফা হয়ে গেছে।

১০. কারো কাঁপা ঠোঁটে মৃদু হাসির কারণ হতে চেয়েছিলাম। অথচ সে আজ অন্য কারো দৃষ্টি বিলাস।

১১. দৃষ্টিনন্দন মিথ্যা বলার চেয়ে দৃষ্টিকটু সত্য উপস্থাপন করা সত্যিই খুব কঠিন। কারণ সবাই সান্তনা চায়। শুধু বাস্তবতার মুখোমুখি হতে চায় না।

১২. আপনি যখন নিজেকে পছন্দ করবেন এবং ভালবাসবেন। তখন মানুষের সমস্ত মন্তব্য কে উপেক্ষা করে, নিজের প্রতি বিলীন হবেন।

১৩. জীবনের দীর্ঘ সময় এটুকু বুঝতেই পার হয়ে যাবে যে, রঙে ঢঙে সেজে থাকা মানুষগুলো আপনার জীবনে কতটা ক্ষণস্থায়ী।

১৪. কখনোই কারো প্রতি সবটুকু উৎসর্গ করে দেওয়া ঠিক নয়। শেষ পর্যন্ত নিজেকে দেয়ার মত কিছুই থাকে না।

১৫. আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে, আপনার জীবনে সময়ের আধিক্যের রাজত্বই শেষ কথা। ঠিক তত তাড়াতাড়ি নিজেকে অন্যদের কাছ থেকে গুছিয়ে নিতে শুরু করবেন।

আবেগি ফেসবুক স্ট্যাটাস :

১। শহরটা যে সেই কখন ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র জেগে আছে সেই হৃদয় ভাঙ্গা, ক্ষত বিক্ষত মানুষগুলো।

RELATED POST  প্রকৃতি নিয়ে ক্যাপশন

২। তোমার সেই স্মৃতিময় আবেগগুলি আমাকে কষ্ট দেয়, যেগুলি একান্তই নিজের মনে হতো এক সময়।

৩। আপনার কি কখনো জানতে ইচ্ছা করে, আমি ভালো আছি কিনা ? আপনার নিত্যদিনের কাজের মাঝে কি হঠাৎ আমাকে কখনো মনে পরে ? আমার কেন জানি খুব জানতে ইচ্ছা হয়, তুমি ভালো আছোনাকি, আমার খবর রাখার ইচ্ছা পোষণ করো নাকি ?

৪। পৃথিবীতে যে জিনিসগুলো সবথেকে বেশি সুন্দর সেগুলো চোখে দেখা যায়না কখনোই, হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

৫। যে আপনাকে কষ্ট দিয়ে গিয়েছে তাকে কষ্ট দিতে হলে হাল ছেড়ে দিবেন না, বরং আপনার কষ্টকে অনুপ্রেরণায় রূপান্তর করুন।আবেগি ফেসবুক স্ট্যাটাস

৬। প্রেমে সবাই পরে না, তবে যারা প্রেমে পরে তারা কখনোই প্রেমের মায়া ছেড়ে সহজে বেড়িয়ে আসতে পারেনা।

৭। প্রেম এবং ভালোবাসা, একজন সুস্থ স্বাভাবিক মানুষকে পাগলে পরিণত করতে শুধুমাত্র এই ২টি জিনিসই যথেষ্ট।

৮। মারা গেলে সবাই বলে মানুষটা বেশ ভালো ছিল, আমিও একদিন সেভাবেই বেশ ভালো হয়ে যাবো মানুষের কাছে।

৯। আমাদের আশেপাশের মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়, তবে কেউ বদলে যায় অহংকারে আবার কেউ বদলায় অবহেলায়।

১০। সংবেদনশীল বা আবেগপ্রবণ হওয়ার জন্য কখনই ক্ষমা চাইবেন না। এটি একটি চিহ্ন যে আপনার একটি বড় হৃদয় আছে এবং আপনি অন্যদের এটি দেখতে ভয় পান না। আপনার আবেগ দেখানো শক্তির লক্ষণ।

১২। অপ্রকাশিত আবেগ কখনই মরবে না। তাদের জীবন্ত কবর দেওয়া হয় এবং পরে আরও কুৎসিত উপায়ে সেগুলো বেরিয়ে আসবে।

১৩। কখনই রাগ করে কথা বলবেন না, ভয়ে কাজ করবেন না, কখনও অধৈর্য থেকে বেছে নেবেন না, অপেক্ষা করুন এবং শান্তি আসবে।

১৪। আবেগগুলি মনের অস্থায়ী অবস্থা, সেগুলিকে আপনাকে স্থায়ীভাবে ধ্বংস করতে দেবেন না।

১৫। মানুষ হাস্যকর। তারা যাকে ভালবাসে তার সাথে থাকতে চায় কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে অস্বীকার করে।

১৬। আমি কান্নার চেয়ে হাসতে পছন্দ করি, কারণ আপনার হাসির কারণ ব্যাখ্যা করা সহজ, আপনার কান্নার কারণের চেয়ে।

১৭। মাঝে মাঝে আমি নিজেকে মেরে ফেলতে চাই শুধু দেখতে যে কেউ সত্যিই চিন্তা করে কিনা।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস :

যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায় ,
লুকোচুরি মন লুকোচুরি সুখ লুকিয়ে রয় ভাবনায় ।

আমি আকাশ হতে জানি, তুমি দেখ ডানা মেলে,
আমি নদী হতে পারি, যদি ইচ্ছে ভাসাও জলে

যেদিন প্রান খুলে হাসতে গিয়েও চিন্তা করবেন হাসাটা ঠিক হবে কিনা,
তখনই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন ।

তোমার জন্য আমি নিজস্ব অর্থায়নে মনের মধ্যে পদ্মা সেতু বানাবো ।

প্রত্যেক প্রেমিকার কাছে তার প্রেমিকের বান্ধবীরা সতিনের ন্যায় ।

যোগ্য মানুষকে যোগ্যতা দিয়ে হারাতে হয়, হিংসা করে নয় ।স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

ওহে বালিকা, তোমার মাঝে আমি একবার ডুব দিতে চাই,
কথা দিতেছি আমি তোমার মাথা ঘোরা আর বমির কারন হবো না ।

তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ?
তুমি কি আমার শত ভুলের আবার বারন হবে ?

সূর্যটা গেছে ডুবে, দিগন্তের আঁচলে ।
মুখ লুকাতে চেয়েছি বলে – তোমার বুকের তিলে ।

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী,
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি ।
অনেক মানুষের ভিড়েও তুমি থাকো একাকী,
আমি অনেক আশা নিয়ে বসে থাকি .
যতো দূরেই যাই না কেন ।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বাংলা :

যতো দূরেই যাই না কেন , তুমিই শেষ সীমানা ।
ভবঘুরে এই আমার – তুমিই তো ঠিকানা ।

তার কালো চোখে কাজল ছিল না, না পাওয়া ছিল—গাঢ়
সেই কাঁপা ঠোঁটে নিষেধ ছিল না, আহ্বান ছিল —আরও

প্রতিটা পুরুষই জীবনের বড় একটা সময় ব্যয় করে দেয় নারীর অভিমান আর রাগ ভাঙ্গাতে।
এটাকে পুরুষজাতি সৃষ্টির অন্যতম একটা কারণও বলা যেতে পারে।

আমার গল্পগুলো যাচ্ছে চলে- ব্যথার সুনীল অন্তরালে, সুপ্তমেঘের জলে ।
রাত বিছানায় জোৎস্না ঘুমায়- সিক্ত আঁধার ভুল ঠিকানায়, দিচ্ছে চুমু ঢেলে ।

মেঘবালিকা তুমি পূবের জানালায় সুভাষিত গন্ধরাজ হও
আমি অন্তরীক্ষে হাওয়ার নৌকোয় মন ভাসাই,
ছোঁয়া ছোঁয়ির ইচ্ছেটা আজ পূর্ণতা পাক ।

বিকেলটা ভালো লাগে যখন, একটু বেশি অকারণ।
তখনই কি বুঝে নেবো, খুঁজছে তোমায় এ মন ।

কতদিন দেখিনা আমাকে অবাধ্য করে দেয়া ঐ নীল চোখের যাদু,
এক মুহুর্তে সব কষ্ট ভুলিয়ে দেয়া সে টোল পড়া গালের হাসি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top