ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । অনলাইনে আমরা অনেক ধরণের স্ট্যাটাস দেখি । যেগুলো অনেক সময় সুন্দর হয় আবার অনেক গুলো তেমন ভালো হয় না । আবার সেগুলো ছেলে মেয়ে সবার জন্য দেয়া, তাই ছেলেদের জন্য আলাদা করে নেয়া যায় না সেগুলো থেকে । তাই আমরা এখানে শুধুমাত্র ছেলেদের ফেসবুক স্ট্যাটাস দিয়েছি । যাতে করে ছেলেরা এগুলো তাদের জন্য ইউজ করতে পারে ।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস :

১. প্রেমিকা হাত ছেড়ে দিলে নাকি সর্বস্ব হারিয়ে যায়। অথচ আমার নতুন করে কিছু হারাবার নেই।

২. শূন্য পকেটে পৃথিবী চেনা যায়। তাই হয়তো আমার পৃথিবী পুরোটাই ফাঁকা।

৩. একটা ছেলের প্রতিদিনকার হেঁটে যাওয়ার রাস্তাটা জানে। সে কতটুকু নিঃসঙ্গ।

৪. সব প্রিয় জিনিস নিকটভাবে প্রাপ্তি হয়ে ওঠে না। তাইতো আমাদের ছেলেদের জীবন দুর্বিষহ।

৫. ছেলে হয়েও মাঝে মাঝে আমি কাঁদি। সেই কান্নায় কোন শব্দ থাকে না, শুধু হাজারো না পাওয়ার কষ্ট থাকে।

৬. একটা বাইক কেনার স্বপ্ন বুঝি স্বপ্নই রয়ে গেল। আমি যে বাস্তবতার কষাঘাতে আঘাতপ্রাপ্ত।

৭. আমি ছেলে, আমি পুরুষ। ‌ আমি নিজ ভুলে অন্যকে ক্ষমা দীক্ষায় দীক্ষিত করি।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

৮. প্রচন্ড দায়িত্ব কাঁধে নিয়ে হাসিমুখে হেঁটে চলা ছেলেটা। দিনশেষে বড্ড একা।

৯. ছেলেটা নিজের ভালোবাসা প্রকাশ করতে ভয় পায়। তার যা আছে সেটাও না হারিয়ে ফেলে।

১০. কোন ছেলে যখন সত্যিকারের কাউকে ভালবাসে। নিঃসন্দেহে সে নিজেকে উজাড় করে দেয়।

১১. ভাড়া বাঁচিয়ে হেঁটে আসা ছেলেটা জানে পথের দূরত্ব কতটুকু। তার শরীরে শুধু ঘাম নয় যেন দুঃখ ছুঁয়ে ঝরে।

১২. ভাঙা হৃদয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকেছি। শুধু সৃষ্টিকর্তাই এই হৃদয় ভাঙ্গার সাক্ষী হয়েছিল।

১৩. কাউকে দূর থেকে দেখে নিয়ে নিজের হৃদয়ে রাজ বন্দী করে রাখি। সেই রূপসী বন্দিনী, জানতেও পারে না।

RELATED POST  How to open account on binance

১৪. নিজ পরিবারের সে আপন হয়তো শুধু নিজের প্রিয়তমাই হয়। আর সে যখন ধোঁকা দেয় তখন পরম শত্রুকেও হার মানিয়ে দেয়।

Read more:>>> মেয়েদের কষ্টের স্ট্যাটাস

১৫. হয়তো প্রেম না হয় টাকা। ছেলেদের জীবনে কখনোই এই দুইটি জিনিস সমান্তরাল ভাবে হয় না।

১৬. মাঝে মাঝে নিজেকে উট পাখির মত মনে হয়। আকাশে ওড়ার আশায় শুধু দৌড়ে গেলাম কিন্তু উড়তে পারলাম না।

১৭. সবচেয়ে উশৃংখল ছেলেটাও জীবনে প্রথমবার বেতন পেয়ে মা বাবার জন্য কিছু কিনতে চায়। আর তখন সে পুরুষ হয়ে ওঠে।

১৮. কোন একদিন হয়তো নিজের সবটুকু শখ পূরণ করে নেব। হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে।

১৯. কোন এক ঝুম বৃষ্টিতে মাঠে ফুটবল খেলতে খেলতে দৌড়ঝাঁপ করা। একটা ছেলে হিসেবে আমি সত্যিই সৌভাগ্যবান ছিলাম।

২০. খুব করে ইচ্ছে হয় নিজের এই অগোছালো জীবনটাকে সাজিয়ে নিতে। কিন্তু শৃঙ্খলার দন্ডে যে দন্ডীত আমি।

২১. আমার হয়তো সত্যিই গন্ডারের চামড়া। ছোটবেলার মা আর বাবার বকা গুলো গায়ে মাখতাম না, এখন নানান দুঃখ কষ্ট গুলো মনে রাখি না।

২২. আমরা ছেলেরা সৃষ্টি হয়েছি। শুধু খাটুনি খেটে জীবন পার করার জন্য।

২৩. একটা ছোট্ট বাড়ির স্বপ্ন দেখি আমি। যেখানে সবাইকে নিয়ে আমি সুখী হতে চাই, কারণ বাস্তবে যে আমি অনেক একা।

২৪. প্রতিটি ছেলেই জানে। বাবার শাসন কতটা ভয়ংকর আর মায়ের চোখের জল কতটা ভারী।

২৫. আমাদের ছেলেদের জীবনে প্রাক্তন বলে কিছু হয় না। যে আমাদের জীবনে আসে সেই আমাদের বর্তমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top