সমুদ্র নিয়ে ক্যাপশন

আমরা আজ সমুদ্র নিয়ে কিছু ক্যাপশন , স্ট্যাটাস আর উক্তি শেয়ার করবো । সমুদ্র ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । পৃথিবীর বেশীর ভাগ মানুষ তাদের অবসর সময়ে বিনোদন এর জন্য সমদ্রের কাছে চলে যায় । সমুদ্রের ঢেউ আমাদের অনেক অবাক করে । কখনো জোয়ার আবার কখনো ভাটা । এ যেন সৃষ্টির এক লিলা খেলা । বাংলাদেশের মানুষ সমুদ্র দেখতে ও উপভোগ করতে সাধারণত কক্সবাজার যায় । সেখানে থেকে সমুদ্রকে অনেক কাছ থেকে উপভোগ করা যায় । আসুন তাহলে আমাদের আজকের লেখা শুরু করি । সমুদ্র নিয়ে ক্যাপশন

সমুদ্র নিয়ে ক্যাপশন :

১. সমুদ্র কখনো সংযত হয় না। আমিও সমুদ্রের মতোই অবাধ্য হয়ে জীবন উপভোগ করতে চাই।

২. প্রতিটি মানুষের মনে সমুদ্রের মতো উচ্ছ্বাস লুকিয়ে থাকে। প্রকাশ করার মতো সুযোগ হয় না।

৩. আলো-আঁধারি আর নির্জনতা সমুদ্রকে একলা কাছে পাওয়ার ইচ্ছা অনেক দিনের। আমার জন্য অনেক দিন ছুটি নিয়ে তারপর আমি সমুদ্রের কাছে যাব।

৪. আমি সমুদ্রের কাছ থেকে বিশালতার শিক্ষা পেয়েছি। সমুদ্রের অসীম সৌন্দর্যকে আমি উপেক্ষা করতে পারি নি।

৫. যে সমুদ্র অন্তহীন তার কাছে কখনো সীমানা আশা করা উচিত নয়। আমাদের জীবনকে অন্তহীন হিসেবে গড়ে তোলা উচিত। ‌

৬. সমুদ্রের কাছাকাছি গিয়ে প্রতিটি ঢেউকে উপলব্ধি করতে পারবেন। সমুদ্রের উচ্ছলতা আপনাকে চঞ্চল হতে শেখাবে।

৭. সমুদ্রের গভীরতা আর উদ্যমতা আমাদেরকে এই বলে যে জীবনে কখনোই শেষ বলে কিছু নেই। আপনার জীবন বরাবরই প্রাণবন্ত।

৮. আমি সমুদ্রের কাছে গিয়েছিলাম। সমুদ্র তার অসীম বাহু নিয়ে আমাকে স্বাগত জানিয়েছে।

৯. সমুদ্রকে ছুঁয়ে আকাশের বিশালতাকে চেয়ে দেখা ও সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুন্দর উপহার। আপনি সময় করে এই সুন্দর উপহার অবশ্যই গ্রহণ করুন।

১০. আমিও যে কখনো কখনো সমুদ্রের মতো হতে চেয়েছিলাম। বুক ভরা দুঃখ না থাকলে নাকি সমুদ্র হওয়া যায় না।

RELATED POST  How to change facebook profile picture

Read more:>>> ফুল নিয়ে ক্যাপশন

সমুদ্র নিয়ে স্ট্যাটাস :

১. কাউকে ভালবাসলে এক সমুদ্র নিয়ে ভালবাসতে হয়। এক অসীম প্রেম উপাখ্যানে সাজিয়ে নিতে হয় প্রিয় মানুষটিকে।

২. সমুদ্রের বালুতীরে খেলতে থাকা শিশুটি ও জানে তার বালুঘর ভেসে যাবে।‌ তবুও সে নতুন আগ্রহে প্রতিবার ঘর তৈরি করে।

৩. সমুদ্রের গর্জন যেন মানবহৃদয়ের সাথে কথোপকথন করে। কত গর্জনে কত না বলা কথা বেরিয়ে আসে।

৪. সমুদ্রের বিশালতা আমাদের মনে আরো নতুন করে শক্তি যোগায়। মানুষ মাত্রই আবহমান, মানুষ কখনোই দমে যায় না।

সমুদ্র নিয়ে স্ট্যাটাস

৫. যতবার সমুদ্রের কাছে গিয়েছি। ততবার সমুদ্র এক বিশাল ভালোবাসায় আমার পা ছুঁয়ে দিয়েছে।

৬. যে সমুদ্র কে চিনতে পেরেছে সে কখনোই সংকীর্ণতায় ভুগবে না। কারণ সে সমুদ্রের কাছ থেকে অপার বিশালতার শিক্ষা নিয়েছে।

৭. মাঝে মাঝে মনে হয় সমুদ্র আমাকে ডাকছে। সমুদ্রের রূপালী মিতালী ঢেউয়ের মূর্ছনায় বারবার হারিয়ে যেতে মন চায়।

৮. সমুদ্র আমাকে মুক্ত বাতাস আর স্বাধীন সত্তা উপহার দিয়েছে। আমি সমুদ্রকে দেখেছি, যার অসীম সত্ত্বা আমার হৃদয়ে জুড়ে গেছে।

৯. হায় সমুদ্র তুমি একা নও, তুমি কখনো একা হতে পারো না। আমরাও তোমার মতো নিঃসঙ্গ মানুষ এক সমুদ্র গভীরতা নিয়ে বেঁচে আছি।

১০. সমুদ্র আমাকে যতটা আপন করে নিয়েছে। হয়তো আর কেউ আমাকে এরকম ভাবে কাছে টেনে নিতে পারবে না।

Read more:>>> হাসি নিয়ে ক্যাপশন

সমুদ্র নিয়ে উক্তি :

১. প্রতি বছর সমুদ্র সৈকতে হাজারো মানুষের ঢল নামে। সমুদ্র তার উচ্ছ্বাস আর বিশালতা নিয়েই মানুষকে ডেকে আনে নিজের কাছে।

২. যখন খুব করে কারো কথা মনে পড়বে। এখন সমুদ্র তীরে চলে যাবেন, সমুদ্রের উৎসব তরঙ্গের কেউ আপনাকে প্রশান্তির স্পর্শ করবে।

৩. শুনেছি নদী যখন সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন সে যৌবন ফিরে পায়। নদী থেকে ঝরনা হতে খুব বেশি সময় নেয় না সে।

RELATED POST  ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপায়

সমুদ্র নিয়ে উক্তি

৪. সমুদ্রের অতল সীমানার মতোই আমার ভালোবাসা তোমার জন্য লাগামহীন। আর এই লাগামহীনতা বরাবরি আকাঙ্ক্ষায় রূপ নেয়।

৫. তবে সমুদ্র ই হোক আমার এই জীবনে অনুপ্রেরণা। যে উদারতা সমুদ্র আমাকে দিয়েছে সেই উদারতা আর কারো কাছে নেই।

৬. সমুদ্র কখনো কার্পন্যতায় বাধা পড়ে না। তার উচ্ছ্বাস আর বাঁধাহীনতা ই আত্মপ্রকাশের উদাহরণ।

৭. আমি জলকনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ও বিশাল আর অসীম সমুদ্র হবার অপেক্ষায় আছি। আমি সমুদ্রকে ভালোবাসি।

৮. সমুদ্রের হাজারো কল্লোল যুগের পর যুগ ধরে চলে আসছে স্বমহিমায়। কে বাঁধবে তাকে, কে রুখবে এই অজেয় প্রহরীকে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই সমুদ্র নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ও উক্তি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে । তা আমাদের জানাতে পারেন । নিচে কমেন্ট করে আমাদের জানান । আমরা চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর আর ভালো লেখা আপনাদের উপহার দিতে । আমরা এই রকম আরো লেখা এখানে যোগ করবো । তাই আমাদের সাথেই থাকুন আর আমাদের লেখা সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো সবার সাথে শেয়ার করবেন । আমাদের সাইট লিংক সহ শেয়ার করবেন । ধন্যবাদ ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top