জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও শুভ জন্মদিন নিয়েই আমাদের আজকের লেখা । জন্মদিনের প্রায় সব ধরণের কন্টেন্ট এখানে আপনি পাবেন, তাই আপনাকে অন্য কোন সাইটে যেতে হবে না । তাহলে আসুন একনজরে দেখে নেয়া যাক আমাদের এই পোস্টে কি কি থাকছে ।

জন্মদিনের শুভেচ্ছা :

এখানে আমরা এমন কিছু জন্মদিনের শুভেচ্ছা মেসেজ দিয়েছি যেগুলো আপনি যেকোন কাউকেই দিতে পারেন । জন্মদিনের এমন সুন্দর সুন্দর শুভেচ্ছা পেতে কে না ভালোবাসে । এই মেসেজ গুলো যাদের দিবেন তারা অনেক অনেক খুশী হবে আশাকরি । তাহলে আসুন শুরু করা যাক ।

শুভেচ্ছা ১ঃ
আজ তোমার জন্মদিন কি দেবো উপহার
সুখী হও সফল হও এই দোয়া করি বার বার।
শুভ জন্মদিন

শুভেচ্ছা ২ঃ
সুন্দর ও প্রাণবন্ত হোক তোমার প্রতিটি দিন
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।

শুভেচ্ছা ৩ঃ
নতুন বছরের নতুন দিন এলো আবার ঘুরে
সুখ আর সমৃদ্ধ আসুক তোমার জীবনের তরে।
এই কামনায় জানাই তোমায় জন্মদিনের শুভেচ্ছা,
শুভ জন্মদিন

শুভেচ্ছা ৪ঃ
আজ তোমার জন্মদিন, সুন্দর সুন্দর উপহার পাও,
বন্দুদের নিয়ে আড্ডা দাও, মজার মজার খাবার খাও,
উপভোগ করো তোমার বিশেষ দিন,
তোমাকে জানাই শুভ জন্ম দিন।

শুভেচ্ছা ৫ঃ
সূর্যের মত আলোকিত হোক তোমার ভুবন
ফুলের মত পবিত্র হোক তোমার জীবন।
এই দোয়া রইলো তোমার জন্য, কারন
আজ তোমার শুভ জন্মদিন।জন্মদিনের শুভেচ্ছা

শুভেচ্ছা ৬ঃ
আজ তোমার জন্মদিন
এলো খুশির শুভদিন
সর্বদা থাকে যেনো তোমার মন
এমনি আনন্দে রঙিন
**** হ্যাপি বার্থডে *****

শুভেচ্ছা ৭ঃ
ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে
খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে
পৃথিবীর শত ভুল আর বেদনা থাকুক আমার
শুভ হোক আনন্দের হোক জন্মদিন তোমার
****শুভ জন্মদিন****

শুভেচ্ছা ৮ঃ
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্নপ্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে।
~শুভ জন্মদিন~

শুভেচ্ছা ৯ঃ
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও…
মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির
জোয়ার আসুক তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন….

শুভেচ্ছা ১০ঃ
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন
ফুলেরা সব ফুটেছে বাগানে আজ আমার
সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. শুভ জন্মদিন

শুভেচ্ছা ১১ঃ
দারুন দিনটায় জানাই অভিনন্দন চলার পথে সৌভাগ্যবান থেকো
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করিআজ দিনটা
ভালোভাবে উপভোগ করো। ~শুভ জন্মদিন~

শুভেচ্ছা ১২ঃ
আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরেতোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।

শুভেচ্ছা ১৩ঃ
সাগরের ঢেউ ফুলের সুগন্ধ রাতের তারারা
সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে।
~শুভ জন্মদিন~

শুভেচ্ছা ১৪ঃ
এই বারেতে একটু খানি কাটিয়ে ঘুমের রেশ
চোখটি মেলে চেয়ে দেখো আরো একটি বছর শেষ।
~শুভ জন্মদিন~

শুভেচ্ছা ১৫ঃ
মুছে দিও পুরোনো বেদনা, খুলে দিও মনেরই জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা।
~শুভ জন্মদিন~

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

আরো অনেক গুলো সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিচে পাবেন :

আরো একটি বছর তুমি করলে পার,
সুখে থাকো, সুন্দর থাকো,
এই কামনা করি বারে বার ।
*****হেপি বার্থডে****

নতুন আশা, নতুন প্রান,
নতুন হাসি, নতুন গান ।
নতুন সকাল, নতুন আলো,
নতুন দিন হোক ভালো ।
দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই ।
<<< শুভ জন্মদিন >>>

বিধাতার সুখের নীড়ে হোক তোমার বসবাস,
স্বপ্নগুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস,
ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মত,
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত ।
(((( শুভ জন্মদিন )))শুভ জন্মদিন স্ট্যাটাস

মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনের জানালা,
মুছে ফেলো চোখের জল,
ভুলে যাও সকল বেদনা ।
মনে জাগাও সব নতুন নতুন আশা ।
+++++Happy Birthday+++++

কারো প্রিয় Saturday,
কারো আবার Sunday,
আমার শুধু একটাই প্রিয় দিন,
সেটা হলো তোমার জন্মদিন ।
<<<< শুভ জন্মদিন >>>>

আজ তোমার জন্মদিন,
জীবন হোক খুব রঙিন ।
সুখ যেন না হয় বিলিন,
দুঃখ যেন না আসে কোন দিন ।
((((( শুভ জন্মদিন ))))

তোর জন্য আমার মনে হাজার ভালোবাসা,
লক্ষ গোলাপ জুই…………।
হাজার লোকের মাঝে আমার হৃদয়ে
থাকবি জানি তুই………।
(((( শুভ জন্মদিন ))))

শুভ হোক তোমার দিন
আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার মুসকি হাসি,
ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে যেমন গোলাপ হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন-
যেনো সুখের সাগরে ভাসে ।
>>> শুভ জন্মদিন <<<

RELATED POST  ফেসবুক স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা
প্রিতি ও ভালোবাসা
পৌঁছাবে তোমার কাছে
এই শুধু আমার আশা ।
** শুভ জন্মদিন **

শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়
এক রাশ গোলাপ ফুল আর
এক বুক ভালোবাসা ছাড়া
কিছুই নেই যে আমার ।
*** শুভ জন্মদিন ***জন্মদিনের শুভেচ্ছা কার্ড

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া :

কিছু দারুণ দারুণ জন্মদিনের শুভেচ্ছা পেতে নিচে দেখুন :

আজকের দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।

আমার জীবনে তুমি সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজকে তোমার জন্মদিন এবং আমি চাই এই দিনটি আরও স্পেশাল করে তুলতে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ। আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর। শুভ জন্মদিন।

আমি তোমাকে জানাতে চাই তুমি আমার জীবনে সবচেয়ে বড় জয়। সমস্ত ভালোবাসা এবং সাপোর্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন।

তোমার বিশেষ দিনে, আমি তোমার শুভ কামনা করি। আমি আশা করি এই দুর্দান্ত দিনটি তোমার হৃদয়কে আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ করবে।

আজকের তোমার জন্মদিন। আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা এবং প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। শুভ জন্মদিন ।জন্মদিনের শুভেচ্ছা বার্তা

 

আজকের এই বিশেষ দিনে তোমার জন্য রইল অনেক ভালোবাসা, খুশি এবং আনন্দ। আমার পাশে থাকার জন্য তোমায় জানাই অনেক ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থ ডে মাই লাভলি ফ্রেন্ড।

তুমি আমার জীবনে প্রবেশ না করলে ভালোবাসা আসল অর্থ হয়তো আমি জানতে পারতাম না। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল। শুভ জন্মদিন।

আমার ভালবাসার অনুভূতি প্রকাশ করার জন্য আলাদা করে কোন শব্দ নেই। আজকের এই বিশেষ দিনে আমার জীবনের ভালোবাসাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। পৃথিবীর সমস্ত খুশির শুভেচ্ছা জানালাম।

আজকের এই বিশেষ দিনে তোমার মনের সমস্ত ইচ্ছা আমাকে জানাতে পারো। আমি তোমায় কথা দিচ্ছি তোমার সব ইচ্ছা আমি একের পর এক পূরণ করব ইংশাআল্লাহ্ । হ্যাপি বার্থ ডে মাই লাভ।

Read more:>> বন্ধু নিয়ে স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু :

বন্ধুকে দেয়ার জন্য এই জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো নিতে পারেন :

স্ট্যাটাস ১ঃ
আমার কখনো মনেই হয়নি যে আমার কোনো আপন ভাই নেই। কারন আমরা এমন একটা বন্ধু আছে যে আমার এতোটা আপন যে তাকে আমি নিজের বন্ধু না, ভাই মনে করি। শুভ জন্মদিন বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

স্ট্যাটাস ২ঃ
ফেসবুক তো আমাকে তোমার জন্মদিনের notication দয় নাই! তাই তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরি করে ফেললাম। শুভ জন্মদিন।

স্ট্যাটাস ৩ঃ
আজকে তো অলৌকিক ঘটনা ঘটে গেছে! তোমার জন্মদিনের তারিখ মনে আছে আমার! শুভ জন্মদিন।

স্ট্যাটাস ৪ঃ
শুভ জন্মদিন দোস্ত। আজকে কিন্তু তোর জন্মদিন উপলক্ষে মাখা মাখি হবে! আরে উল্টা পাল্টা ভাবিস না। কেক মাখা মাখি হবে, অন্য কিছু না।জন্মদিনের শুভেচ্ছা

 

স্ট্যাটাস ৫ঃ
কেকের দোকানে কেক নাই। থাকবো কিভাবে! আটা, ময়দা, সুজি তো সব তুমি কিনে মুখে মাখো। তাই জন্মদিনের কেক ছাড়াই শুভ জন্মদিন মেকআপওয়ালী।

স্ট্যাটাস ৬ঃ
শুভ জন্মদিন বান্ধবী। দুলাভাইকে পেয়ে তো আমাদের ভুলেই গেছো। মাঝে মধ্যে একটু দর্শন দিয়ো।

স্ট্যাটাস ৭ঃ
শুভ জন্মদিন ব্যাটা। আয় কাছে আয় – বন্দুকটা দিয়ে পেটে একটা গুঁতা দিয়ে দিই। দেঁতো হাসি

স্ট্যাটাস ৮ঃ
ইচ্ছার আগুনে জ্বলছি…
কথার রসে বর্ষে ধারা
অথৈ ভালবাসা;
কৈশোরেতে পেতাম যদি
এমন দোস্ত খাসা!
-আহ! কতই না রঙিন হতো সেই দিনগুলো। আমার দোস্তরে জন্মদিনের শুভেচ্ছা।

স্ট্যাটাস ৯ঃ
I do agree with স্বপ্নাহত। কিন্ত কথা হইল আপনের কবিতা নিয়া। ছন্দকার , এত্ত সুন্দর ছন্দ কি ওই মাথা থেকেই আসে?
দোস্তকে জন্মদিনের শুভেচ্ছা।

স্ট্যাটাস ১০ঃ
আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না, তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো। কিন্তু পার্টি শেষে বিল টা তুই দিয়ে দিলেই হবে। শুভ জন্মদিন বন্ধু। আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।

বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

প্রিয় বোনের জন্য এই জন্মদিনের শুভেচ্ছা গুলো খুবই ভালো হবে :

তুমি আমার কাছে সব কিছুর চাইতেও বেশি দামি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি তোমার মত বোন পেয়ে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য।

RELATED POST  How to change facebook page name

আমার প্রিয় আপু ,তোমার এই বিশেষ দিনে তোমার সুন্দর জীবন কামনা করছি। সেই সাথে দোয়া করি তুমি যেন বাকি জীবনটা সুখে কাটাতে পারো। শুভ জন্মদিন প্রিয় আপু।

আমার সবচেয়ে প্রিয় বন্ধু ও সবচেয়ে প্রিয় বোনকে জানাচ্ছি জন্মদিনের অগণিত শুভেচ্ছা। শুভ জন্মদিন।

যদিও আমি আমার জিনিস গুলো তোমার সাথে ভাগ করতে খুবই অপছন্দ করি, কিন্তু তোমার সাথে কাটানো সময় গুলো আমি খুব উপভোগ করি। তুমি আমার কাছে অনেক মুল্যবান। শুভ জন্মদিন আপু।

প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তোমাকে আমার বোন হিসেবে দুনিয়াতে পাঠানোর জন্য। তোমার মতো করে কেউ আমাকে আদর যত্ন করে না। তুমি দুনিয়ার সবচেয়ে ভালো বোন। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য।

বোনেরা সব সময় পাশে থাকতে চাইলেও পারে না। জীবনের একটা সময় তাদের অন্যের সংসারে চলে জেতে হয়। সেই দিন গুলোর অভাব বোধ করি, যেই দিনগুলোতে পাশে ছিলে তুমি। শুভ জন্মদিন আপু।

পরিবারের সবার খেয়াল রাখা আমার আপুর আজকে জন্মদিন। আজকের দিনটা অন্তত আমরা তোমার খেয়াল রাখতে চাই। শুভ জন্মদিন আপু, বিস্ময়কর কিছুর জন্য অপেক্ষা করতে থাকো।

তোমার আগে যদি আমার পৃথিবীতে আসতাম তাহলে অনেক ভালো হতো না? বড়দের হাতে ক্ষমতা একটু বেশিই থাকে, তাই বলছিলাম আর কি! শুভ জন্মদিন শত্রু, না না, প্রিয় বোন হবে, ভুলে শত্রু লিখে ফেলেছিলাম।

তুমি দুনিয়ার সবচেয়ে best আপু। আমার বিপদে পাশে থাকো, আমাকে সব সময় উৎসাহ দেও সব বিষয়ে। তোমায় খুব ভালোবাসি আপু, শুভ জন্মদিন।

তোমার মতো স্মার্ট ও যত্নশীল বোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তোমার আজকের দিনটা হোক আনন্দময়। তোমার প্রতিটা দিন সেভাবেই কাটুক, যে ভাবে কাটাতে তুমি পছন্দ করো। জন্মদিনের শুভেচ্ছা রইলো তোমার জন্য।

আপু তুমি আমার কাছে আমার সব কিছু এবং তার থেকেও অনেক কিছু..// তোমার মত একটা বোন পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি.. // শুভ জন্মদিন আপু

আমার প্রিয় বোন, আমি চাই তুই ভালো থাকিস সারা জীবন। এমন একটা দিনে আমি চাই তোর সারা জীবন কাটুক আনন্দ ও খুশিতে। শুভ জন্মদিন তোকে..

তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সবচেয়ে আদরের বোন তোকে জানাই জন্মদিনের শুভেচ্ছা.. // Happy Birthday

তোর মত পাগলি একটা বোন পেয়ে আমি নিজেকে গর্ভিত মনে করি। তোর সাথে বেড়ে উঠা আমার জীবনের সবচেয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। আমি এখনো তোর সাথে চলা সেই শৈশবের কথা মনে লালন করি। তুই এখনো আমার কাছে আমার সেই ছোট্ট বোনটি.. // শুভ জন্মদিন

আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই কারণ তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন। তোমার চেয়ে এতো ভালো আমায় কেউ বোঝে না তোর মত এত ভালো কেউ আমায় বাসে না। আজ এই দিনে তুমায় জানাই আমি শুভ জন্মদিন

জানি তোকে অনেক জালিয়েছি.. / তোর অনেক কিছু নষ্ও করেছি.. // জানি তোর সাথে আনেক ঝগড়া করেছি.. // কিন্তু আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি আপু../// @Happy Birthday @@

বছর ঘোরে আবার এলো সেই দিন.. // তোমার যে আজ জন্মদিন.. // আমার পক্ষ থেকে তুমাকে আপু শুভ জন্মদিন।

তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটি ছিলে.. / তবে আমি ভাগ্যবান যে আমি তুমার মতো মিষ্টি দুষ্ট একটা মেয়েকে বোন হিসাবে পেয়েছি.. // শুভ জন্মদিন আপু।

আমাদের মা বাবার জন্য আজ আমরা ভাই বোন.. // আমরা একসাথে হয়েছি প্রিয়জন… / তুই যে আমার সেই আদরের ছোট বোন.. // তোকে জানাই শুভ জন্মদিন

শুভ জন্মদিন মা স্ট্যাটাস :

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই স্ট্যাটাস গুলো সেরা হবে :

মা, আমার জীবনের প্রথম ভালোবাসা। আজ আমি মানুষ হতে পরেছি একমাত্র তোমার জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি। ধন্যবাদ মা। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। পৃথিবীর সমস্ত সুখ সৃষ্টিকর্তা যেন তোমায় দেয়।

পৃথিবীর সবচেয়ে প্রিয় মাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ্ কাছে প্রার্থনা করব তোমার পুরো জীবন আনন্দে ভরিয়ে তোলার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি মা।

এই দিনে একজন পৃথিবীর সেরা পরী জন্মগ্রহণ করেছিল এবং পরে তিনি আমার মা হয়ে ওঠেন। আমি তোমার সন্তান হতে পেরে খুব ভাগ্যবান। তোমায় অনেক ধন্যবাদ আমকে মানুষ করে তোলার জন্য। হ্যাপি বার্থ ডে মা।

মা, আমার হৃদয়ে তোমার জায়গা কোনোদিন কেউ নিতে পারবে না। আমি তোমাকে খুব ভালোবাসি এবং সারাজীবন তোমাকে এইভাবে ভালোবেসে যাব আমি যেখানেই থাকি না কেন। তুমি সবসময় আমার কাছে এক নাম্বার। আই লাভ ইউ মা। হ্যাপি বার্থ ডে মা।

RELATED POST  চা নিয়ে ক্যাপশন

শুভ জন্মদিন মা। আমি আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাতে চাই তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই। তোমাকে সারাজীবন খুশি রাখার জন্য অপ্রাণ চেষ্টা করে যাব। খুব ভালোবাসি তোমায়।

শুভ জন্মদিন মা। তুমি তোমার জীবনে অনেক মূল্যবান মুহূর্ত ত্যাগ করেছো আমাদের জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসার জন্য। আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সেরা মা।

তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই পৃথিবীতে আনার জন্য। তুমি আমার কাছে ঈশ্বরের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। যাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আশা করব ঈশ্বর তোমাকে স্বাস্থ্যবান এবং খুশি রাখবে। শুভ জন্মদিন মা।

মা আমি খুব ভাগ্যবান যে তোমার মতো মা পেয়েছি আমার জীবনে। তুমি আমার প্রিয় বন্ধু। শুভ জন্মদিন আমার মিষ্টি মা।

তুমি আমার জীবনে সবথেকে স্পেশাল মানুষ। যে আমায় ছোট থেকে এত বড় করে তুলেছে এবং আমার বিপদে- আপদে সর্বদা আমার পাশে থেকেছে। হ্যাপি বার্থ ডে মা।

শুভ জন্মদিন আমার প্রিয় মা। তুমি আমার মা, আমার সবচেয়ে সেরা বন্ধু, আমার শিক্ষক, আমার পরামর্শদাতা, আমার উপদেশদাতা এবং আমার জীবনে সবকিছু শুধু তুমি। এই জীবনে তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি মা।

প্রতি বছর তুমি আমার কাছ থেকে সেরা মায়ের পুরস্কার অর্জন করে নাও। আমার জীবনে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা। হ্যাপি বার্থ ডে মা।

তুমি আমার বন্ধু
তুমি আমার শিক্ষক
তুমি আমার ভালোবাসা
তুমি সকল সাফল্যের পথপ্রদর্শক
আর আজ তোমার জন্মদিন।
আর তোমার জন্মদিনে তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা মা

পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে মায়ের আশীর্বাদ
আর আমি সেটা পেয়েছি বলেই আজ আমি সুখী
আর সেই সুখের কৃতজ্ঞতা থেকে তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা মা
শুভ জন্মদিন

পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান মানুষ তো সেই হয়
যে মায়ের ছায়ায় বাচতে পারে।
আর আমি সেই সৌগাভ্যের অধিকারি কারণ তুমি আমাকে সুযোগ দিয়েছো বলে।
শুভ জন্মদিন মা

পৃথিবীতে যত বিপদই আসুক না কেন তুমি জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছো
পৃথিবীতে যত সুখ আছে সবই আমাকে দিয়েছো।
নিজে সইয়েছো হাজারো দুঃখ, হাজারো কষ্ট যা কখনো শোধ হবার নয়।
কিন্তু তোমার সকল দুঃখ দূর করার প্রচেষ্টা তো করতেই পারি।
শুভ জন্মদিন মা

মা তুমি ছিলে বলেই আজ আমি আছি
তুমি ছিলে বলেই দেখেছি এই সুন্দর পৃথিবী।
তুমি ছিলে বলেই সাক্ষি হয়েছি অপরূপ সৌন্দর্যের
আর এত কিছু দিয়েছ তুমি কিন্তু তোমায় আমি কি দিয়েছি?
কিন্তু আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এইটুকু গ্রহণ কর।
শুভ জন্মদিন মা

আমরা একটি পরিবার হিসাবে একত্রিত
আপনার জন্মদিন উদযাপন করুন।
আমরা আপনার স্বাস্থ্য কামনা করি
এবং আমাদের হৃদয়ের নীচ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই!

জন্মদিনের সেরা উক্তি সমূহ :

এখানে শুভ জন্মদিনের শুভেচ্ছা নিয়ে কিছু সেরা ও বিখ্যাত উক্তি পাবেন : 

উক্তি ১ঃ
জন্মদিন ভয় পাওয়ার দিন নয়। এটি উদযাপন করার এবং আসন্ন বছরের জন্য অপেক্ষা করার একটি দিন। – বায়রন পালসিফার

উক্তি ২ঃ
আমরা বছরের পর বছর পুরানো হয়ে উঠি না, বরং প্রতিদিন নতুন হয়ে উঠি। – এমিলি ডিকিনসন

উক্তি ৩ঃ
আশা করি আপনার জন্মদিনটি কেকের মতো মিষ্টি হবে। শুভ জন্মদিন! – অজানা

উক্তি ৪ঃ
আমার দেখা সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজনকে জন্মদিনের শুভেচ্ছা। এই বছরটি আরও দুর্দান্ত এবং আশীর্বাদময় হোক। – অজানা

উক্তি ৫ঃ
আশাকরি এই বছর, তোমার জন্য একটি সুখ এবং আনন্দের বছর হবে। আসন্ন বছর তোমার সমস্ত স্বপ্ন এবং আরও অনেক কিছু বয়ে নিয়ে আসুক। – ক্যাথরিন পালসিফার

উক্তি ৬ঃ
আমার কাছে জন্মদিন মানে আমাদের জীবনে একজন ব্যক্তির উপস্থিতি উদযাপন করা। শুভ জন্মদিন। – মীনা বাজাজ

উক্তি ৭ঃ
একটি জন্মতারিখ জীবন উদযাপনের পাশাপাশি জীবনকে আপডেট করার জন্য একটি স্মরণচিহ্ন। – অমিত কালন্ত্রী

উক্তি ৮ঃ
অন্য জন্মদিনের জন্য অনুশোচনা করবেন না, সুসংবাদটি হ’ল আপনি বেঁচে আছেন এবং এটি উদযাপন করতে পারেন। – ক্যাথরিন পালসিফার

উক্তি ৯ঃ
আমার কাছে জন্মদিনের অর্থ হল আমাদের জীবনে কোনও ব্যক্তির উপস্থিতি উদযাপন করা – মীনা বাজাজ

উক্তি ১০ঃ
একটি জন্মদিন একটি নতুন বছরের মত এবং আপনার জন্য আমার ইচ্ছা একটি সুখ এবং একটি মহান বছর। – ক্যাথরিন পালসিফার

প্রিয় বন্ধুরা, আমাদের এই জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লাগলো, নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন । আমরা এই সব কিছুই শুধুমাত্র আপনাদের জন্যই দিয়েছি । আপনার উপকারে আসলেই আমাদের কষ্ট সার্থক হবে । ধন্যবাদ ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top