গানের লিরিক্স ক্যাপশন

আমরা এখানে কিছু রোমান্টিক গানের লিরিক্স ক্যাপশন নিয়ে এসেছি আপনাদের জন্য । অনেকেই বাংলা গানের কিছু সুন্দর অংশ তাদের ফেসবুকে ক্যাপশন হিসেবে দিতে চান । কিন্তু অনেক গুলো সুন্দর গানের অংশ একসাথে কোথাও পাওয়া যায় না । তাই আপনাদের সুবিধার জন্য আমরা এখানে অনেক বাংলা গানের রোমান্টিক লেখা দিয়েছি । সব গুলো লেখা সাজিয়ে গুছিয়ে দেয়া আছে । আশাকরি সবাই অনেক উপভোগ করবেন । চলুন তাহলে শুরু করা যাক ।গানের লিরিক্স ক্যাপশন

গানের লিরিক্স ক্যাপশন :

১. এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা ঝরতো ।

২. তাকে আটকে রাখার চেষ্টা শুধু বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়।

৩. আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে।

৪. তুমি চাঁদের জোছনা নও তুমি মেঘের বরষা নও, নও কোন পাহাড়ি ঝরনা….
আয়না শুধু তুমি হৃদয়ের আয়না।

৫. কবির লেখা যত কবিতা শিল্পীর আঁকা যত ছবি,
তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই।

৬. তোমার সকল অভিযোগে আমি, আমার মিষ্টি হাসিটা তুমি।

আরও পড়ুন:রোমান্টিক বাংলা গানের লিরিক্স

৭. আমার কত না বলা কথার ভাজে, তোমায় নিয়ে গানের কথা ভাসে,
আমার হাতের আঙ্গুলের ভাজে, তোমায় নিয়ে কত কাব্য রটে।

৮. কি করে বলবো যে তোমাকেই চাই কখনো যদি না পাই,
শেষ হয়ে যাবে এই জীবনের স্বাদ এই ভেবে লাগে শুধু ভয়।

৯. কতদিন আর এভাবে আমাকে কাঁদাবে, সহেনা এ পরম দোটানা।

১০. দ্বীপ জেলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু দেখেছি,
ও পাখি সে তো আসেনি তুমি ভালবাসনি-
স্বপ্নের জাল বৃথা বুনেছি।রোমান্টিক গানের লিরিক্স ক্যাপশন

১১. ধরার ও ধুলিতে যে ফাগুন আসে,
কই তাহার মত তুমি আমার কাছে তবু আসো না তো?

RELATED POST  ল্যাপটপের ভবিষ্যৎ কেমন হবে

১২. যেমন করে নীড়ে একটি পাখি তার সাথীরে কাছে নেয় গো ডাকি,
কই তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো?

১৩. তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি,
আরো ছুঁয়ে যেন পালাচ্ছি আবার।

১৪. মুখচোরা ডাক তার ঘুম ভাঙাক এবার,
তাকে ছুঁয়ে স্বপ্ন গুনছি আবার।

Read more:>>> ছেলেদের কষ্টের স্ট্যাটাস

রোমান্টিক গানের লিরিক্স ক্যাপশন :

১. কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারে দেখিতে দেয় না।

২. মনের একুল ওকুল যেন দিয়েছে মাশুল,
চাহনিরা দিশেহারা যেন তোমার কাছে চায় ইশারা।

৩. মেয়ে তুমি কি আকাশ চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে এই আমাকে?

৪. আকাশে অল্প নীল ভুল হলো অন্তমিল,
যতবার পিছু গিয়েছি ফিরে, ততো ভালোবাসায় নিয়েছি ঘিরে।

৫. টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে।

৬. গভীর জলে যায় গো চলে কিনার দিয়ে আর চলে না,
ঝিনুক মুক্ত হলে চুপ হয়ে যায় মুখ খোলে না।

৭. মন ভালো নেই বারে বার মনে হয় তুমি পাশে নেই,
ভাবি ধুর ছাই কেন কাটে না সময়।

৮. সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই,
দেখা না পেলে বড় অভিমান হয়।

৯. রাত কাট নির্ঘুম, নিঃস্ব ভেবে যাই,
ভালোবাসি তোমায় এতটা।

১০. পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, সবই যে তোমায় দিলাম একটাই আশা।

১১. তুমি ভুলে যেওনা আমাকে,
আমি ভালোবাসি তোমাকে।

১২. তুমি আকাশের বুকে বিশালতার প্রতিমা, তুমি আমারে বুকে সরলতার উপমা।

১৩. আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুরে শতবার, রয়েছো তুমি দূরে আমাকে রেখে ছলনায়-
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া।

১৪. চোখ মেলে যারে চেয়েছি তারেই ভালোবেসেছি,
স্বপ্নের নায়ক সেই তুমি।

শেষ কথা :

আমাদের লিখা এই গানের লিরিক্স ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লাগলো, তা আমাদের জানাবেন । আমরা চেষ্টা করেছি বাংলা গানের সেরা কথা গুলো ক্যাপশন আকারে এখানে দেয়ার জন্য । আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের সার্থকতা । অনেক অনেক ভালো থাকবেন সবাই । ভালোবাসা সবার জন্য । ভালো লাগলে আমাদের লিখা নিচের পোস্ট গুলো পড়ে দেখতে পারেন । ধন্যবাদ ।

RELATED POST  How to open account on binance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top