বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস

আজকে আমরা বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে কিছু স্ট্যাটাস ও ক্যাপশন শেয়ার করবো । আমরা এর আগে অনেক গুলো স্ট্যাটাস ও ক্যাপশন দিয়েছি বন্ধুত্ব ও বন্ধু নিয়ে । অনেকেই বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন । তাদের জন্য আমরা আজ নিয়ে এসেছি কিছু স্পেশাল স্ট্যাটাস । আপনি যেরকম স্ট্যাটাস খুঁজছেন, আশাকরি আমাদের এই স্ট্যাটাস গুলো ঠিক সেই রকমই হবে ।বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস

বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস :

১. কিশোর কুমারের গাওয়া কফি হাউসের সেই আড্ডা গানটার কথা এখন খুব বেশি মনে পড়ে। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো যেন রত্ন ছিল।

২. স্কুল কিংবা কলেজ আমরা শুধুমাত্র উপস্থিত থাকি বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য। এই সময় যদি এক সময় আমাদের স্মৃতিতে চির সতেজ হয়ে থাকবে।

৩. আমার জীবনে বন্ধুদের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি প্রভাব ফেলেছে। ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।

৪. বন্ধুদের সাথে কাটানো সময় গুলো গোলাপের মতোই সেরা। গোলাপের কাটা আর বন্ধুত্বের সময়গুলো বরাবরই শক্তিশালী হয়।

৫. হাজারো বন্ধু পাওয়া কখনো আমাদের জন্য সৌভাগ্যের নয়। বরং অল্প কয়েকজন প্রকৃত বন্ধুর সাথে কাটানো সময় আমাদের জন্য সুশিক্ষা বয়ে আনে।

৬. বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য কত ক্লাস ফাঁকি দিয়েছি। আসলে এগুলোর জন্য আমি ঠকিনি বরং নিজের স্মৃতির ঝুলি আরো পূর্ণ করেছি।

৭. খুব বেশি বন্ধুদের সাথে সময় কাটিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। সীমিত পরিমান সময় অতিবাহিত করুন এবং নিজের ভালোটা আগে বুঝুন।

৮. বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য টিচারদের কাছ থেকে বকা শুনতাম। অথচ এখন সেই বন্ধুদের কোন পাত্তা নেই।

৯. জীবনে কিছু সময় বন্ধুদের সাথে রোমাঞ্চকর কাজে সময় কাটান। না হলে বৃদ্ধ বয়সে গিয়ে মনে করার মত কোন স্মৃতি থাকবে না।

RELATED POST  মেয়েদের আনকমন নামের তালিকা

১০. প্রেম হারিয়ে যায় বহুবার কিন্তু প্রকৃত বন্ধুত্ব হারিয়ে যায় না। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো আরো বেশি প্রাণবন্ত করে তুলুন।

Read more:>>> কবিতার লাইন ক্যাপশন

বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে ক্যাপশন :

১. যার জীবনে একজন বিশ্বস্ত বন্ধু আছে সে আসলেই সুখী। বন্ধুর সাথে কাটানো সময়টা যেন সত্যি অমূল্য।

২. যে বন্ধু আপনার সাথে সময় কাটানোর সুযোগকে অজুহাতে না করে দেয়। সে আর যাই হোক আপনার প্রকৃত বন্ধু নয়।

৩. কলেজের অর্ধেকটা সময় বন্ধুদের সাথে কাটিয়ে চলে যায়। দুষ্টু মিষ্টি হাসি আর ফাইজলামিতে কত রঙিন স্মৃতি তৈরি হয়।বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে ক্যাপশন

৪. সেই প্রকৃত বন্ধু যাকে মুখ ফুটে কিছু বলতে হয় না। সেই নিজ থেকে আপনার সাথে সময় কাটানোর জন্য আসবে।

৫. চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে সময় কাটানো যেন এক চিরসবুজ মুহূর্ত। কি করে ভুলে যাবো এত কিছু।

৬. আমার পরিবারের বাইরে আমি আমার বন্ধুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। অবশেষে যেটুকু বুঝেছি পরিবার ই আমার শেষ আশ্রয়।

৭. যারা বন্ধুদের সাথে সময় কাটাতে অভ্যস্ত। তারাই একটা সময় প্রচন্ড রকমের একা হয়ে পড়ে।

৮. বন্ধুদের সাথে সময় কাটানোর সময় ওরা বলেছিল সবসময় পাশে থাকবে। অথচ আজ সবাই নানান কাজে ব্যস্ত আর আমি ক্লান্ত একা।

৯. প্রেমিকা যদি হয় মহাসমুদ্র বন্ধু হচ্ছে সুবিশাল আকাশ। প্রেমিকার সাথে সময় কাটিয়ে আপনি হয়তো আনন্দ পাবেন, কিন্তু বন্ধুদের সাথে কাটানো সময় গুলো আপনাকে তৃপ্তি দিবে।

১০. কোন কোন বন্ধুত্বের বয়স ২০ বছরও হয়। আপনি ভাবতে পারছেন, এই ২০ বছরে তারা বন্ধুরা কত সুন্দর সময় পার করে এসেছে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লাগলো । তা আমাদের জানাবেন । আশাকরি আমাদের এই স্ট্যাটাস ও ক্যাপশন গুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে । কারণ আমরা আমাদের সাইটে সব সময় নতুন নতুন পোস্ট এবং লেখা পাবলিশ করি । যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে না ।

RELATED POST  How to buy good products from amazon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top